আমেরিকান ফুটবলে ফিরছে রামোস-মেসির প্রতিদ্বন্দ্বিতা!

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতোই আগুন-বারুদে প্রতিদ্বন্দ্বিতা ছিল সার্জিও রামোস ও লিওনেল মেসির। পরে নিয়তি তাদেরকে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে বাধ্য করে। পিএসজিতে দুই বছর এক জার্সিতে খেলেছেন তারা। একই সঙ্গে প্যারিসও ছেড়েছেন। কিন্তু মেসি দল পেলেও রামোসের ভাগ্য নির্ধারণ হয়নি। শোনা যাচ্ছে, আমেরিকান ফুটবলে আবার ফিরছে তাদের প্রতিদ্বন্দ্বিতা।

মেসি চুক্তি করেছেন মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে। দেশের ক্লাব ফুটবলের আকর্ষণ বাড়াতে এবার রামোসকে আনার উদ্যোগ নিয়েছে লস অ্যাঞ্জেলস এফসি ।

পিএসজি ছাড়ার পর থেকে ফ্রি এজেন্ট রামোস। ৩৭ বছর বয়সী ডিফেন্ডারের সঙ্গে সৌদি প্রো লিগ যোগাযোগ রাখছে। কিন্তু মুন্দো দেপোর্তিভোর দাবি, এলএএফসি স্প্যানিশ তারকাকে আনতে আগ্রহী। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে এক দশকেরও বেশি সময় ধরে চলা দ্বৈরথ তাহলে আবার ফিরতে যাচ্ছে। মুন্দো লিখেছে, এবার এমএলএসে ‘মেসিবিরোধী’ হতে যাচ্ছেন রামোস। বর্তমান চ্যাম্পিয়নরা স্বল্পমেয়াদী চুক্তির প্রস্তাব দিতে প্রস্তুত।