এমবাপ্পে-নেইমারকে বাদ দিয়ে পিএসজির হোঁচট

দল ছেড়ে যাবেন বলে নেইমার-কিলিয়ান এমবাপ্পেকে বাদ দিয়ে লিগ ওয়ানের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পিএসজি। তাতে লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার মিশনে ফরাসি জায়ান্টদের শুরুটা হলো হতাশায়। লরিয়াঁর সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। 

তারকা ফরোয়ার্ডদের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছেন নতুন কোচ লুই এনরিকে। পুরোটা সময় দল আধিপত্য বিস্তার করে খেললেও জাঁল কাপানোর মতো সামর্থ্য দেখাতে পারেনি তার দল। স্টপেজ টাইমে ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে একবার গোলের কাছে চলে গিয়েছিলেন। কিন্তু লক্ষ্যের বাইরে মেরে সুযোগ নষ্ট করেছেন তিনি। তাতে ক্রিস্তফ গালতিয়েরের বদলি হয়ে আসা এনরিকের শুরুটা মোটেও আদর্শ হলো না।  

চুক্তির মেয়াদ না বাড়িয়ে আগামী গ্রীষ্মে দল ছাড়তে চাওয়া এমবাপ্পে এদিন ঠিকই মাঠে উপস্থিত ছিলেন। এনরিকে তাকে দলে না রাখলেও স্ট্যান্ডে বসে দেখেছেন দলের খেলা। সঙ্গে ছিলেন সদ্য বার্সেলোনা ছেড়ে আসা তার সতীর্থ উসমান দেম্বেলে। 

চলমান অবস্থায় পিএসজিতে নেইমার-এমবাপ্পের ভবিষ্যৎ অনিশ্চিতই বলা চলে। এমবাপ্পে চুক্তি শেষেই দল ছাড়তে চান। কিন্তু পিএসজি তাকে ফ্রি ছেড়ে দেওয়ার বদলে এখনই বিক্রি করতে চায়। জোর গুঞ্জন ২৪ বছর বয়সী এমবাপ্পে রিয়াল মাদ্রিদে লোভনীয় প্রস্তাবে ফেরার জন্য নিজের সিদ্ধান্তে অনড়। অপর দিকে নেইমার পুনরায় বার্সেলোনায় ফিরতে মরিয়া।