বেনজেমাকে নিয়ে চোটের আশঙ্কা

সৌদি প্রো লিগে খেলতে গিয়ে আহত হয়ে মাঠ ছাড়লেন করিম বেনজেমা। ফরাসি ফরোয়ার্ড হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার আল ওয়েহদার বিপক্ষে অধিনায়কের চোটে ম্লান হয়ে গেছে আল ইত্তিহাদের ৩-০ গোলের জয়।

প্রথমার্ধের শেষ দিকে পায়ের ব্যথা নিয়ে বসে পড়েন বেনজেমা। মাঠেই প্রাথমিক চিকিৎসা হলেও আর খেলতে পারেননি ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। ৪২ মিনিটে জোতা তার জায়গা নেন।

বেনজেমার স্থলাভিষিক্ত হয়ে জোতা তার দলকে ২-০ গোলে এগিয়ে দেন। তার আগে দ্বিতীয়ার্ধে রোমারিনহো গোলমুখ খোলেন। ইগোর করোনাডো করেন আল ইত্তিহাদের তৃতীয় গোল।

বেনজেমা ও আল ইত্তিহাদের আশা এই ইনজুরি বড় ধরনের কিছু নয়। ফ্রি ট্রান্সফারে এসে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সৌদি চ্যাম্পিয়নদের হয়ে এক গোল করেছেন ও দুটি বানিয়ে দিয়েছেন। আগামী ১ সেপ্টেম্বর আল হিলালের বিপক্ষে পরের ম্যাচে বেনজেমাকে পাওয়ার প্রত্যাশা ক্লাবের।