যানজটে যথা সময়ে মাঠে গড়ায়নি আল নাসরের ম্যাচ। দেরি হওয়ায় পরে ক্লাবের হয়ে ক্ষমা চেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
মঙ্গলবার সৌদি প্রো লিগে আল ওয়েহদার মুখোমুখি হয়েছিল আল নাসর। দেরি করে ম্যাচ মাঠে গড়ালেও তাতে ২-০ গোলে জিতেছে আল নাসর। একটি গোল করেছেন পর্তুগিজ তারকা। রোনালদো একটি পেনাল্টি আদায় করলেও সেটি সতীর্থ সাদিও মানেকে নিতে বললে দ্বিতীয় গোলটি আসে স্পট কিক থেকে।
কিক অফের ৯ মিনিট পর মাঠে আসে আল নাসরের বাস। যে কারণে ম্যাচটা শুরু হতে দেরি হয় ঘণ্টাখানেকের মতো। দেরি করে আসার পর রোনালদো এসএসসি স্পোর্টসকে জানান, ‘ম্যাচটা কঠিন ছিল। প্রথমার্ধটাও আমাদের জন্য কঠিন ছিল। কারণ যানজটে মাঠে আসার জন্য বাসের জার্নি করেছি তিন ঘণ্টা। রাস্তা বন্ধ ছিল।’
তার পর ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় দর্শকদের কাছে ক্ষমা চান রোনালদো, ‘আমি আল নাসরের পক্ষ থেকে ম্যাচ দেরি শুরু করার জন্য ক্ষমা চাচ্ছি। এমনটা হওয়া উচিত নয়। সত্যিই আমরা দুঃখিত।’
রোনালদোদের দল এখন ৪৭ পয়েন্ট নিয়ে লিগে তিনে অবস্থান করছে। শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে তারা ৮ পয়েন্ট পিছিয়ে। দুইয়ে থাকা আল হিলালও তাদের চেয়ে এগিয়ে চার পয়েন্টে।
সৌদি প্রো লিগে এই মৌসুমে ১৭ গোল নিয়ে শীর্ষে আছেন রোনালদো। এক গোল কম নিয়ে তার পরেই আছেন আল ইত্তিহাদের করিম বেনজেমা।