মালেতে গোল করে সাদ এবার বাংলাদেশের একাদশে

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ পর্বের শুরুর ম্যাচে পিছিয়ে থেকে সমতায় ফিরেছিল বাংলাদেশ। শেষ মুহূর্তে গোল করে সুপার সাব সাদ উদ্দিন লাল-সবুজ দলকে এক পয়েন্ট এনে দিয়ে নতুন উদ্যোমে খেলার সুযোগ করে দেন। সেই সুবাদে এবার তিনি আজ মঙ্গলবার ঢাকার হোম ম্যাচের একাদশেও জায়গা করে নিয়েছেন। একটু পর মালদ্বীপের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ। 

কোচ হাভিয়ের কাবরেরা সাদের ওপর ভরসা রেখে একাদশ ঘোষণা করেছেন। বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনার ম্যাচে তিনি একাদশে ঢোকায় কপাল পুড়েছে ডিফেন্ডার ইসা ফয়সালের। এছাড়া আগের ম্যাচের ১০জনকে শুরু থেকে খেলাতে যাচ্ছেন স্প্যানিশ কোচ। 

আগের মতো সম্ভাব্য ৪-৪-২ ছকে খেলতে যাচ্ছে বাংলাদেশ। নিজেদের রক্ষণটা ঠিকঠাক রেখে গোল করার প্রয়াস লাল সবুজ দলের।

আজকের ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। তা নাহলে বিশ্বকাপের পরের পর্বে জায়গা হবে না। সেখানে অপেক্ষা করে আছে লেবানন, ফিলিস্তিন ও অস্ট্রেলিয়া। ম্যাচ হবে সেখানে ৬টি। 

জামাল ভূঁইয়ারা চাইছেন যে করেই হোক ৬টি ম্যাচ খেলতে। যাতে করে এক বছর ফিফা এএফসির ম্যাচ থেকে নির্বাচনে থাকতে না হয়।

বাংলাদেশের একাদশ: মিতুল মারমা, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, সাদ উদ্দিন, শাকিল হোসেন, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।