চ্যাম্পিয়নস লিগ

রিয়ালের তিনে তিন

রেকর্ড ১৪ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রথমবার ব্রাগার মুখোমুখি হয়ে কঠিন পরীক্ষা দিলো। প্রতিপক্ষের মাঠ থেকে অবশ্য তিন পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে তারা। ইউনিয়ন বার্লিন ও নাপোলির পর চ্যাম্পিয়নস লিগে আরেকটি জয় আদায় করলো তারা। মঙ্গলবার পর্তুগালে ব্রাগাকে ২-১ গোলে হারিয়েছে তারা। প্রথম তিন ম্যাচের সবগুলো জিতে  চ্যাম্পিয়নস লিগে ১৫তম শিরোপা জেতার মিশনে শক্ত অবস্থান নিলো কার্লো আনচেলত্তির দল।  

ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর সমন্বিত আক্রমণ শুরুতে তটস্থ করে দেয় ব্রাগাকে। ১২ মিনিটে ভিনিসিয়ুসের ক্রস রদ্রিগোর কাছে পৌঁছানোর আগেই ছিনিয়ে নেন নিয়াকাতে।

চার মিনিট পর এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠের বেশ আগে থেকে নাচোর ভাসানো বল ধরে ভিনিসিয়ুস বাঁপ্রান্ত থেকে বক্সের মাঝে বল বাড়ান। প্রতিপক্ষ খেলোয়াড়ের চ্যালেঞ্জের মুখে রদ্রিগো বল ঠেলে দেন জালে। 

২৪ মিনিটে হোর্তার বাঁ পায়ের স্ট্রাইক এডুয়ার্ডো কামাভিঙ্গা না ঠেকালে রিয়ালের জন্য বিপদ বাড়তো। পাঁচ মিনিট পর ভিনিসিয়ুসের প্রচেষ্টা ঠেকিয়ে দেন স্বাগতিক গোলকিপার ম্যাথিউস, যদিও বল জালে জড়ালে লাভ হতো না। লাইন্সম্যান ততক্ষণে অফসাইডের বাঁশি বাজান।

৩৫ মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে রদ্রিগো জাল কাঁপান। কিন্তু গোল বিল্ড আপের সময় ভিনিসিয়ুস অফসাইডে থাকায় তা বাতিল হয়। তাতে করে বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করা হয়নি রিয়ালের।

দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ফেরান গার্সিয়ার লম্বা ক্রস ধরে গোলমুখে শট নেন জুড বেলিংহ্যাম। তবে ম্যাথিউস লাফিয়ে দারুণ সেভে রিয়ালকে হতাশ করেন।

অবশ্য বেলিংহ্যাম তার আক্ষেপ দূর করতে বেশি সময় নেননি। রদ্রিগোর ক্রস থেকে ভিনিসিয়ুস বক্সের মধ্যে বল নিয়ে কাটব্যাক করেন। ইংলিশ মিডফিল্ডার নিচু শটে জাল কাঁপান। ৬১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। এনিয়ে তিন ম্যাচেই গোল করলেন বেলিংহ্যাম।

দুই গোলে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। দুই মিনিট যেতেই ডানপ্রান্ত থেকে বাঞ্জার ক্রস ধরে দিজালো লক্ষ্যভেদ করে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান।

এক গোল শোধ দিয়ে উজ্জীবিত হয়ে ওঠে ব্রাগা। ৭০ মিনিটে হোর্তার নিচু শট সময়মতো ঠেকিয়ে দেন রিয়াল কিপার কেপা আরিজাবালাগা। শেষ পর্যন্ত বেলিংহ্যামের করা দ্বিতীয় গোল ম্যাচের পার্থক্য ধরে রাখে।

এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রিয়াল। আরেক ম্যাচে নাপোলি ১-০ গোলে ইউনিয়ন বার্লিনকে হারিয়ে ৬ পয়েন্টে দুই নম্বরে।