অস্ট্রেলিয়ার ম্যাচের অভিজ্ঞতা নিয়ে লেবাননের মুখোমুখি বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিধর অস্ট্রেলিয়ার বিপক্ষে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। হেরেছে সাত গোলে। এবার দ্বিতীয় ম্যাচে লেবাননের মুখোমুখি হতে হচ্ছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধায় বসুন্ধরা কিংস অ্যারেনার ম্যাচে সকারুসদের বিপক্ষে খেলার ইতিবাচক অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন বাংলাদেশ কোচ।

সোমবার  (২০ নভেম্বর) সংবাদ সম্মেলনে লাল-সবুজ দলের কোচ হাভিয়ের কাবরেরা মঙ্গলবারের ম্যাচটি যে চ্যালেঞ্জিং হবে, তা বলতে দ্বিধা করেননি। স্প্যানিশ  কোচ বলেছেন, ‘অস্ট্রেলিয়া ম্যাচে বিশেষ অভিজ্ঞতা নিয়ে লম্বা ভ্রমণ শেষে দেশে ফেরার পর খেলোয়াড়দের যতটা সম্ভব রিকভারির চেষ্টা করেছি। যাতে তারা সতেজ হয়ে উঠতে পারে। আমরা জানি, গত সাফের পর লেবানন দলে কিছুটা পরিবর্তন হয়েছে, কিছু খেলোয়াড় বদল হয়েছে। তবে তাদের দলেও ভালো খেলোয়াড় আছে। এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং ম্যাচ।’

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিবাচক অভিজ্ঞতা লেবানন ম্যাচে কাজে লাগাতে চাইছেন বাংলাদেশ কোচ। তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘অস্ট্রেলিয়া ম্যাচের ফল বাদ দিয়ে সেখান থেকে নেওয়ার অনেক কিছুই আছে আমাদের। ছেলেদের আগেও আমি এটা বলেছিলাম। যতটা সম্ভব পরিস্থিতি অনুযায়ী আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে… ছেলেদের ভালো অভিজ্ঞতা হয়েছে। তবে আমি মনে করি, অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের ইতিবাচক প্রভাবই থাকবে সামনের ম্যাচে।’

বাংলাদেশ দলে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাকিব হোসেন ও সাদ উদ্দিন নেই। দুই হলুদ কার্ডের কারণে লেবানন ম্যাচে খেলতে পারছেন না। তবে কাবরেরা বিচলিত নন। আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘এ মুহূর্তে রাকিব দারুণ ছন্দে ছিল। ওরা দুজনই শারীরিকভাবে শক্তিশালী। তবে আমি এটাও নিশ্চিত যে, যারাই সুযোগ পাবে, তাদেরও এই সামর্থ্য আছে— ওই পজিশনে নিজেদের সেরাটা দেওয়ার। এ বিষয়গুলো নিয়ে আমি মোটেও চিন্তিত নই।’

মঙ্গলবার ভালো পারফরম্যান্স দেখাবে শিষ্যরা। বিশ্বনাথ-ফাহিম-মোরসালিনদের ওপর আস্থা রেখে কোচের কথা, ‘লেবাননের মতো কিছু খেলোয়াড় আমরাও পাচ্ছি না। তবে সেরা বিকল্প আমাদের হাতে আছে। তিন দিন ধরে এ ম্যাচ নিয়ে পরিকল্পনা করেছি। আমরা খুব আশাবাদী যে, ছেলেরা আগামীকাল ভালো পারফরম করবে।’