নিউক্যাসেলে বিধ্বস্ত চেলসি

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে হোম ও অ্যাওয়ে ম্যাচে চেলসির সঙ্গে ড্র করেছিল নিউক্যাসেল ইউনাইটেড। নতুন মৌসুমে ব্লুদের পাত্তাই দিলো না তারা। শনিবার ঘরের মাঠে তারা ৪-১ গোলে বিধ্বস্ত করেছে চেলসিকে।

ইনজুরির কারণে প্রায় মাসখানেক মাঠের বাইরে থাকা আলেক্সান্ডার আইজ্যাক দারুণ প্রত্যাবর্তন করেন। ১৩তম মিনিটে তিনি লিড এনে দেন নিউক্যাসেলকে। ১০ মিনিট পর বক্সের ঠিক বাইরে থেকে রহিম স্টার্লিং ফ্রিকিক গোলে সমতা ফেরান।

নিউক্যাসেল অধিনায়ক জামাল লাসকেল্লেস এক ঘণ্টার মাথায় হেড করে তার দলের ব্যবধান বাড়ান। এক মিনিট পর বক্সের প্রান্তে স্বদেশী ব্রাজিলিয়ান থিয়াগো সিলভার কাছ থেকে বল কেড়ে নিয়ে স্কোর ৩-১ করেন জোয়েলিংটন।

চেলসির ঘুরে দাঁড়ানোর সুযোগ শেষ হয়ে যায় ৭৪ মিনিটে রিস জেমস দ্বিতীয় হলুদ কার্ড দেখলে। ১০ মিনিট পর গর্ডন স্বাগতিকদের হয়ে চতুর্থ গোল করেন।

এই জয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে গেছে নিউক্যাসেল। চেলসি ১৬ পয়েন্ট নিয়ে দশম।