খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন তহুরা!

সিঙ্গাপুরকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। তহুরা খাতুনের জোড়ায় ম্যাচ জিতেছে ৩-০ গোলে। অথচ কিছু দিন আগে তিনি খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন!

আজ শুক্রবার ম্যাচ শেষে স্ট্রাইকার তহুরা বলেছেন, “মাঝখানে খারাপ সময় পার করেছি। যেকোনও কারণে অনেক দিন অসুস্থ ছিলাম। লিটু (সহকারী কোচ মাহবুবুর রহমান) স্যারকে বলেছিলাম খেলা ছেড়ে দেবো, আর খেলবো না, পারছি না। স্যার বলেছিলেন, ‘তুই পারবি।’ উনি আমার পাশে ছিলেন, মানসিকভাবে। বলতে গেলে ছিটকেই গিয়েছিলাম।”

নিজের প্রথম গোল নিয়ে তহুরা বলেছেন, “প্রথম গোলটা মারিয়ার হয়েই গিয়েছিল। পরে বলি যে ‘তোমার গোলটা আমি দিয়ে দিয়েছি।’ ও বলেছে ‘সমস্যা নেই।  আজ জিতছি, এতেই খুশি।’ চেষ্টা করেছি কাজে লাগাতে। অনেক ভালো লাগছে।” 

নির্ভার থেকে খেলেছেন তহুরা, ‘প্রতিপক্ষ নিয়ে চিন্তা করি না। সবসময় চেষ্টা করি স্বাভাবিক খেলার জন্য। কোনও চাপ নেইনি। স্বাভাবিক খেলাটা খেলতে পারলে জিতবো। অনেক দিন পর পর খেলা হয়। বেশি বেশি খেলতে চাই।’

কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘আমার কাজ বেশি কঠিন ছিল না। আমি পেছন থেকে বিল্ডআপ করার কাজ করেছি। ওটা আজ মেয়েরা কিছুটা পেরেছে। সিঙ্গাপুর দুই উইং খালি রাখে। ফিটনেস ওদের চেয়ে আমাদের ভালো। আরও গোল হতে পারতো। এক ম্যাচ খেলেই শেষ না। দ্বিতীয় ম্যাচ আছে।’