সৌদি আরবের বিপক্ষে খেলে আর্জেন্টিনাকে আনতে চায় বাংলাদেশ!

সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ দুটিতে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ঢাকায় ৩-০ ও ৮-০ গোলে হারিয়েছে মেয়েরা। এবার সাবিনা খাতুনের দল যাবে সৌদি আরবে খেলতে। নতুন বছরের শুরুতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলার ইচ্ছে বাফুফের। এছাড়া নতুন বছরের যে কোনও একসময় আর্জেন্টিনা নারী দলকে আনার চেষ্টা চলছে।

আজ মঙ্গলবার বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জানুয়ারির ফিফা উইন্ডোতে বাংলাদেশের মেয়েরা সৌদি আরবে খেলতে যাবে। এটা মোটামুটি নিশ্চিত। সেখানে জাতীয় দলের বিপক্ষে দুটি ম্যাচ হবে। এছাড়া আমাদের দল যেন আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারে, এজন্য আর্জেন্টিনা নারী দলকে ঢাকায় আনার চেষ্টা চলছে। নতুন বছরের যে কোনও সময় তাদের আনা হতে পারে।’

নতুন বছরের শুরুতে কোচ হিসেবে সাইফুল বারী টিটু থাকছেন। আগে কাজ করা পল স্মলির বিষয়টি এখনও নিশ্চিত হয়নি।