তপু-জিকোকে নিয়ে ওডিশাতে কিংস

মদকাণ্ডে নিষিদ্ধ ছিলেন ডিফেন্ডার তপু বর্মণ ও গোলকিপার আনিসুর রহমান জিকো। তবে সময়ের প্রয়োজনে নির্ধারিত সময়ের আগেই দুই ফুটবলারের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওডিশা এফসির বিপক্ষে লড়াইয়ে দুই ফুটবলারকে নিয়েও ভারতে গেছে টিম ম্যানেজমেন্ট। আজ শনিবার বিকালেই ওডিশাতে পৌঁছেছে মোরসালিন-জিকোরা।

আগামী সোমবার এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওডিশার বিপক্ষে লড়বে কিংস। এই ম্যাচটি ড্র হলেই ইন্টারজোনাল সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশের জায়ান্টরা। আর ওডিশা জিতলেও কিংসকে বিদায় করে চলে যাবে নকআউটে। এই মুহূর্তে কিংস ভালো অবস্থানে আছে। ব্রাজিলিয়ান রবিনহো ও নাইজেরিয়ান চার্লস দিদিয়ের চোটমুক্ত হয়ে দলের সঙ্গে আছেন। বাকিরাও প্রস্তুত। তবে তপু ও জিকোর খেলার সম্ভাবনা কমই। দলকে উজ্জীবিত করতেই তাদের নেওয়া।

অন্যদিকে দারুণ সময় পার করছে ওড়িশাও। সল্ট লেকে এএফসি কাপে মোহনবাগানের বিপক্ষে প্রথমবার ৫-২ গোলের জয় তুলে নিয়ে কলকাতার জায়ান্টদের বিদায় করেছে। ইন্ডিয়ান সুপার লিগে পরের দেখায়  ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ড্র করতে হয়েছিল।

এমন ফর্মের তুঙ্গে থেকেই ১১ ডিসেম্বর ঘরের মাঠে কিংসকে আতিথেয়তা দিতে যাচ্ছে ওডিশা।