বার্সেলোনায় জাভি হার্নান্দেজের পরবর্তী উত্তরসূরি নিয়ে চলছে নানা গুঞ্জন। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে মনগড়া সব তথ্য উপস্থাপন করছেন অনেকে। বায়ার্ন মিউনিখ কোচ থমাস টুখেলকে জড়িয়েও সেরকম খবর ছড়িয়ে পড়ায় ভীষণ ক্ষেপেছে বায়ার্ন মিউনিখ। টুখেলের বার্সা কোচ হওয়ার সম্ভাবনার খবর পুরোপুরি উড়িয়ে দিয়েছে তারা।
মূলত রবিবার বায়ার্ন ফ্যান ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে সাবেক চেলসি কোচ টুখেল কথা বলেছিলেন। আগ্রহের সঙ্গে শুধু বলেছিলেন, ‘ক্যারিয়ারের এক পর্যায়ে বিদেশে কাজ করার বিষয়টি আমাকে টানতে পারে।’
সেখানে স্প্যানিশ লা লিগা নিয়েও কথা বলেছেন তিনি। তবে কিছু রিপোর্টে দাবি হয়েছে, বার্সেলোনায় কাজ করার সম্ভাবনার ব্যাপারেও নাকি কথা বলেছেন তিনি।
অবশ্য সেসব মনগড়া খবর ভালো চোখে নেননি জার্মান জায়ান্ট বায়ার্নের প্রধান নির্বাহী ইয়ান ক্রিস্টিয়ান ড্রিসেন ও স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টফ ফ্রেউন্ড। ক্ষুব্ধ হয়ে এক বিবৃতিতে জোর দিয়ে তারা বলেছেন, ‘টুখেল কখনও জাভি এবং তার উত্তরসূরি নিয়ে কোনও কথা বলেননি। দাবিটি পুরোপুরি মিথ্যা।’
বায়ার্ন এতই ক্ষুব্ধ হয়েছে যে এই ধরনের খবরকে অবাস্তব আখ্যা দিয়ে আরও বলেছে, ‘আমাদের কোচকে কেন্দ্র করে এই ধরনের অবাস্তব বিবৃতি কোনওভাবেই গ্রহণ করবো না।’
শুধু টুখেলকে নিয়েই এমন মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে এমন নয়। আর্সেনালের স্প্যানিশ কোচ মিকেল আর্তেতারও নামটিও জড়িয়েছে। তাকে নিয়ে বলা হয়েছে, বার্সেলোনার দায়িত্ব পেতে প্রিমিয়ার লিগ ছাড়তে রাজি আছেন তিনি! গানারদের কোচ অবশ্য সোমবার সেসব সংবাদ নাকচ করে দিয়েছেন। জবাবে শুধু বলেছেন, ‘ভুয়া খবর।’