পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়া ম্যানসিটি যে কীর্তি গড়লো

ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে প্রিমিয়ার লিগে সবচেয়ে বাজে রেকর্ড ছিল ব্রেন্টফোর্ড গোলকিপার মার্ক ফ্লেকেনের। সিটির মুখোমুখি হয়ে যেন সেই রেকর্ড মুছে ফেলার পণ করে নেমেছিলেন তিনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত একাই রুখে রাখতে পেরেছিলেন। যোগ হওয়া সময়ে ও দ্বিতীয়ার্ধে অবশ্য প্রতিরোধ ভেঙে ফেলেন সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। তার হ্যাটট্রিকেই পিছিয়ে পড়ে ৩-১ গোলের জয় নিয়ে ম্যানসিটি মাঠ ছেড়েছে।

শুরুতে চাপ তৈরি খেলছিল পেপ গার্দিওলার দল। বিপরীতে ব্রেন্টফোর্ড কোনও ধরনের হুমকি তৈরি করতে পারেনি। তার পরেও ২১ মিনিটে গোলকিপার মার্ক ফ্লেকেনের অ্যাসিস্টে আসে প্রথম গোল। সেখানে সিটির ভুলও ছিল। ফ্লেকেনের গোল কিক ধরে বিনা বাধায় দৌড়ে জাল কাঁপিয়ে দেন মুপে। কিছুক্ষণ পর গোল পেতে পারতেন হাল্যান্ড। চোট থেকে ফেরার দুইমাস পর প্রথমবার শুরুর একাদশে খেলতে নেমে গোলের কাছে চলে এসেছিলেন হাল্যান্ড। কিন্তু তাকে হতাশ করেছেন ফ্লেকেন।

প্রথমার্ধের যোগ হওয়া সময়ে অবশেষে সমতায় ফেরে সিটিজেনরা। ডি ব্রুইনার ক্রসে ফোডেনের গোলে স্কোর লাইন হয় ১-১। তার ৫৩ ও ৭০ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ফোডেন। ইংলিশ তারকার হ্যাটট্রিক পূরণে কেভিন ডি ব্রুইনা ও আর্লিং হাল্যান্ড যুগলবন্দীর অবদান কম নয়।  

ঘুরে দাঁড়ানো এই জয়ে অনন্য কীর্তি গড়েছে সিটি। প্রিমিয়ার লিগ ইতিহাসে ম্যানসিটি প্রথম দল যারা টানা চার অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও জয়ের দেখা পেয়েছে।

জয়ের পর পয়েন্ট টেবিলে আর্সেনালের সমান ৪৯ পয়েন্ট পেয়ে দুইয়ে আছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে তারা। তবে সিটি একটি ম্যাচ কম খেলেছে। আর্সেনাল আছে তিন নম্বর স্থানে।