একমাস পর মাঠে ফিরে ফাইনালে রোনালদোর হার

ক্রিস্টিয়ানো রোনালদোর পেশীর সমস্যার কারণে গত মাসে আল নাসর তাদের প্রাক মৌসুমের চীন সফর বাতিল করেছিল। একমাস পর পর্তুগাল ফরোয়ার্ড সৌদি আরব ক্লাবের জার্সি পরলেন। কিন্তু তার ফেরাটা সুখকর হলো না। রিয়াদ সিজন কাপে বৃহস্পতিবারের ফাইনালে আল হিলালের কাছে ২-০ গোলে হেরেছে রোনালদোর দল।

গত ৩০ ডিসেম্বর আল তাওনের বিপক্ষে আল নাসরের ৪-১ গোলের জয়ে সবশেষ ম্যাচ খেলেন রোনালদো। চীন সফর বাতিলের পর ১ ফেব্রুয়ারি বহুল আকাঙ্ক্ষিত ইন্টার মায়ামি ম্যাচেও ছিলেন না তিনি। ওই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মুখোমুখি হতে পারেননি সিআরসেভেন। তার দল জেতে ৬-০ গোলে।

গত সোমবার ৩৯তম জন্মদিন পালন করা রোনালদো এই সপ্তাহে আল নাসরের টিম ট্রেনিংয়ে যোগ দেন। বৃহস্পতিবার মাঠেও নামেন। কিন্তু সার্গেজ মিলিনকোভিচ-সাভিচ ও সালেম আল-দাওসারির গোলে হেরে যায় আল নাসর।

সৌদি প্রো লিগে বর্তমানে আল নাসর দ্বিতীয় স্থানে। ১৯ ম্যাচ শেষে শীর্ষ দল আল হিলালের চেয়ে সাত পয়েন্ট পেছনে তারা।