ফেডারেশন কাপের কোয়ার্টারে কে কার মুখোমুখি?

ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্বের আজ শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। কিন্তু জয় উৎসব করলেও নক আউটে যেতে পারছে না বন্দরনগীর দলটি। এবার  ‘অদ্ভুত নিয়মে’ ফেডারেশন কাপে টানা দুই ম্যাচ হেরে কোনও পয়েন্ট না পেয়েও শেখ রাসেল জায়গা করে নিয়েছে নক আউট পর্বে। রহমতগঞ্জও এক পয়েন্ট পেয়ে তাদের পথ অনুসরণ করেছে।

কোয়ার্টার ফাইনালের লাইনআপ অনুযায়ী আগামী ২ এপ্রিল মোহামেডানের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়াচক্র। ১৬ এপ্রিল বসুন্ধরা কিংস খেলবে রহমতগঞ্জের সঙ্গে। ২৩ এপ্রিল শেখ জামাল ধানমন্ডির প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি। ৩০ এপ্রিল আবাহনী মুখোমুখি হবে ফর্টিস এফসির। 

সেমিফাইনাল ৭ মে ও ১৪ মে, আর ফাইনাল হবে ২১ মে।

কোয়ার্টার ফাইনালের প্রথম তিনটি ম্যাচ হবে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। পরের ম্যাচটি হবে কিংস অ্যারেনাতে।