নতুন কোচের অধীনে থাকা নাপোলিকে নিয়ে সতর্ক জাভি 

ঘরোয়া লিগে আলোচনার মতো অবস্থায় নেই বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ নাপোলিরও একই অবস্থা। তবে ইতালিয়ান ক্লাবটিতে চলছে অস্থিরতা। ব্যর্থতায় মৌসুমে দুবার কোচ বদল করেছে তারা। সর্বশেষ বার্সেলোনার মুখোমুখি হওয়ার ৪৮ ঘণ্টা আগে নিয়োগ পেয়েছেন স্লোভাকিয়ার ওয়াল্টার মাজারি। নতুন কোচের অধীনে থাকা এই নাপোলিকে নিয়ে সতর্ক বার্সা কোচ জাভি হার্নান্দেস। 

কোচের এই বদলকে বিস্ময়কর মনে হয়েছে বার্সা কোচের কাছে। কারণ, ‘নাপোলি বিস্ময়কর ভাবে কোচ পরিবর্তন করেছে। অবশ্যই তাদের কারণ আছে। তাতে করে বলতে হচ্ছে ম্যাচটা সহজ হচ্ছে না। কারণ আমরা বলতে পারছি না তারা কী করতে যাচ্ছে।’

জাভির কাছে মনে হয়েছে, নতুন কোচ মানে অজানা কৌশল। যার সম্পর্কে আগেভাগে ধারণা পাওয়া দুষ্কর, ‘নতুন কোচ ভালো করে জানেন কী হতে যাচ্ছে। ফলে তিনি কী কৌশল ব্যবহার করতে যাচ্ছেন, আমার কোনও ধারণাই নেই।’

বার্সেলোনা টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন। বিগত দুই মৌসুমে অবশ্য গ্রুপ পর্বই পার হতে পারেনি। ২০২১ সালে তো শেষ ষোলোতে তাদের বিদায় দিয়েছিল পিএসজি। এই অবস্থায় নিজেদের কৌশলেই আস্থা বার্সার বিদায়ী এই কোচের, ‘এখন গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের খেলার ধরণে আস্থা রাখা। তাদের যে আক্রমণের ত্রিফলা- ভিক্টর ওশিমেন, খিচা কাভারেস্কেইয়া ও মাতেও পোলিতানো যে কোনও ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সামর্থ্য রাখে। ফলে আমাদের ভালো করেই রক্ষণটা সামলাতে হবে।’

স্পালেত্তির অধীনে গত আসরে সিরি আ’ জিতলেও তাকে চলমান মৌসুমে বিদায় দিয়েছে নাপোলি। তার উত্তরসূরি হিসেবে আসা রুডি গার্সিয়াকেও বিদায় দিয়েছে গত নভেম্বর। ইতালিয়ান ক্লাবটি চরম অস্থিরতার মধ্যে থাকার পরেও নিজেদের ফেভারিট ভাবছেন না বার্সা কোচ, ‘পরিস্থিতি ৫০-৫০। ম্যাচের পর বোঝা যাবে আসলে কে ফেভারিট ছিল। আসলে এসব বিষয় কোনও ধরনের প্রভাব রাখে না। আমি নিজে উজ্জীবিত থাকবো আর সেটা দলের মধ্যে ছড়িয়েও দেবো।’

নেপলসের স্তাদিও ম্যারাডোনায় শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার দিবাগত রাত ২টায়।