রোনালদোকে এক ম্যাচের নিষেধাজ্ঞা 

সৌদি প্রো লিগে অশ্লীল অঙ্গভঙ্গির পর ক্রিস্তিয়ানো রোনালদো যে শাস্তি পেতে যাচ্ছেন সেটা অনুমতিই ছিল। তবে যেভাবে প্রচারণা পেয়েছিল তার চেয়ে কম! তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি। 

ঘটনাটা ছিল আল শাবাবের বিপক্ষে আল নাসরের ৩-২ গোলে জেতা ম্যাচে। শেষ বাঁশি বাজার পর মেসির স্লোগান শুনতেই অশ্লীল এক অঙ্গভঙ্গি করেন তিনি। যতটুকু জানা গেছে, রোনালদোর এই কাণ্ডটা ছিল আল শাবাব সমর্থকদের উদ্দেশ্যে। 

নিষেধাজ্ঞার পাশাপাশি ওই কমিটি পর্তুগিজ তারকাকে জরিমানাও করেছে। তাকে সৌদি ফুটবল ফেডারেশনকে ১০ হাজার রিয়াল এবং অভিযোগ দায়েরের খরচ বাবদ আল শাবাবকে ২০ হাজার রিয়াল দিতে হবে। কমিটি আরও জানিয়েছে এই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না। 

ঘটনার পর রোনালদো নিজের ব্যাখ্যায় শুধু বলেছেন, ‘আমি সব ক্লাবকে সম্মান করি। আমার ওই অঙ্গভঙ্গি শক্তি ও বিজয়ের অভিব্যক্তি। এটা অসম্মানজনক কিছু নয়। ইউরোপে আমরা এসবে অভ্যস্ত।’

আরও পড়ুন: আল নাসের ফুটবল ক্লাবের খবর