জাভির কাছে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ

ম্যারাডোনা ডার্বিতে আবার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগটি ১-১ ড্র হয়েছিল। এবার কাতালানরা নিজেদের মাঠে আজ মঙ্গলবার দিবাগত রাত ২টায় মাঠে নামছে। পরের পর্বে যেতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই। বার্সা কোচ জাভি হার্নান্দেসের কাছে তো এই ম্যাচটা মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সমতায় থাকায় লড়াইটা এখন ভারসাম্যেই অবস্থান করছে। লা লিগার শিরোপা লড়াইয়ে তারা মোটেও সুবিধাজনক অবস্থানে নেই। এই অবস্থায় জাভির বিদায়ী মৌসুমে ইউরোপ সেরার মঞ্চই হতে পারে দলটির কিছু অর্জনের প্রেরণা। জাভি নিজে তাই কোনও ভুল করার পক্ষে নন, ‘এখানে মূল মন্ত্রটা হচ্ছে লড়াই করা। ভয় পাওয়া যাবে না। ভুল না করে বরং নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে।’

আগের দুই আসরে কাতালানরা গ্রুপ পর্বে ছিটকে গিয়েছিল। ২০২০ সালের পর এই প্রথম তাদের সামনে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ। নিজেদের মাঠে খেলা হওয়ায় জাভি মনে করেন, তাদের দলের জন্য প্রেরণা হতে পারেন দর্শকরা, ‘এখন ভক্ত-সমর্থকদের আমরা পাশে চাই। তাহলে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে পারবো।’