ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের সহজ জয়

লা লিগা শিরোপা অর্জনের পথে আরও শক্ত অবস্থান নিলো রিয়াল মাদ্রিদ। শনিবার ওসাসুনার মাঠে ৪-২ গোলে জিতেছে তারা। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে জিতে ১০ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে মাদ্রিদ ক্লাব।

৭২ পয়েন্ট নিয়ে এক নম্বরে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা জিরোনা শনিবার গেটাফের মুখোমুখি হবে। আর রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট পেছনে থাকা বার্সেলোনা রবিবার খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

চার মিনিট যেতেই ভিনিসিয়ুস এগিয়ে দেন রিয়ালকে। ওসাসুনার আন্তে বুদিমির তিন মিনিট পর সমতা ফেরান। দানি কারভাহাল ১৮ মিনিট পর রিয়ালকে আবার এগিয়ে দেন। 

৬১তম মিনিটে ব্রাহিম দিয়াজ স্কোর ৩-১ করেন। তিন মিনিট পর বক্সের মধ্যে আড়াআড়ি শটে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস।

স্টপেজ টাইমে ওসাসুনা দ্বিতীয় গোল করে। বক্সের মধ্যে কাটব্যাক থেকে বল পেয়ে ইকার মুনোজ শক্তিশালী শটে জাল কাঁপান।