রাতে ঢাকায় ফিরে বিকালে অনুশীলনে নামছে বাংলাদেশ 

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে অপ্রত্যাশিত ভাবে ফিলিস্তিনের কাছে বিধস্ত হয়েছে বাংলাদেশ। ৪২ মিনিট পর্যন্ত লড়াই করে প্রশংসা কুড়ালেও ধস নামে তার পরেই। ৫ গোলে উড়ে যেতে হয়েছে। এমন বড় ব্যবধানে হারের পর গতকাল মধ্যরাতে নীরবে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। ফিরেই আজ শনিবার বিকালে বসুন্ধরা কিংস অ্যারেনাতে অনুশীলনেও নামতে যাচ্ছে তারা।

কুয়েতের মাঠে প্রবাসী সমর্থকদের সামনে বাংলাদেশ আশা জাগানিয়া শুরু করলেও তা ধরে রাখতে পারেনি। ফিলিস্তিনের হোম ম্যাচে একপর্যায়ে অসহায় আত্মসমর্পণ করেছে। লজ্জাজনক সেই হারের পর জামাল ভূঁইয়ারা এখন ঘুরে দাঁড়াতে মরিয়া। 

আগামী ২৬ মার্চ হোম ম্যাচে সেই ফিলিস্তিনের বিপক্ষেই বাংলাদেশ আবার মাঠে নামছে। সেই লক্ষ্যে আজ মাঠের অনুশীলনে নেমে পড়তে যাচ্ছে পুরো দল। এবার যদি নিজেদের মাঠে চেনা পরিবেশে কিছু একটা করা যায়। স্বস্তির বিষয় হচ্ছে আসন্ন এই ম্যাচে ফিরছেন মিডফিল্ডার সোহেল রানা। কার্ড সমস্যার কারণে কুয়েতে দলের সঙ্গে থাকলেও খেলতে পারেননি।

এদিকে, ফিলিস্তিন দল আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে। তবে অনুশীলনে নামবে না তারা। হোটেলেই সময় কাটাবে।