মেসিকে ছাড়া বিধ্বস্ত হওয়ার পর ক্ষিপ্ত মায়ামি কোচ

লিওনেল মেসি না থাকলেও তারকার অভাব নেই ইন্টার মায়ামির। তার পরেও মেজর লিগ সকার ক্লাবটি নিউ ইয়র্ক রেড বুলসের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে। এমন বিবর্ণ পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো। ম্যাচের পর ক্ষিপ্ত হয়ে কথা বলেছেন তিনি। 

ইনজুরির কারণে লিওনেল মেসি জাতীয় দলের ম্যাচেও খেলতে পারছেন না। তাতে নিউ ইয়র্কের রেড বুল অ্যারেনায় সাবেক ইন্টার খেলোয়াড় লেউইস মরগানের হ্যাটট্রিকে বিধ্বস্ত হয়েছে তারা। ম্যাচের পর মার্টিনো নিজের দায়টা নিচ্ছেন। কিন্তু হাইপ্রোফাইল খেলোয়াড়দের ব্যর্থতার দিকেও আঙুল তুলেছেন তিনি, ‘এখানে আমার কিছু বলার নেই। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কাছাকাছি ছিলাম না। রেড বুলসের তো জয়ের ক্ষুধা ছিল, আমাদের সেটা ছিল না।’

মেসির অনুপস্থিতি কোনওভাবে প্রভাব ফেলেছে কিনা এমন প্রশ্নের জবাবে এই কোচ বলেছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়ের অনুপস্থিতি গুরুত্বপূর্ণ সবার কাছে। কিন্তু এটাও মনে রাখতে হবে ডিসির বিপক্ষে গত সপ্তাহে আমরা লিওকে ছাড়াই খেলেছি।’

পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিল মায়ামির পারফরম্যান্স। শুরুর ৪৫ মিনিটে সেভাবে সুযোগ তৈরি করতে পেরেছে কমই। ২৭ মিনিটে একমাত্র ভয় জাগানো সুযোগটি তৈরি করেন সুয়ারেজ। তাও আবার সেটা ছিল লক্ষ্যের বাইরে!

হারের পর মেজর লিগ সকারের পয়েন্ট তালিকার ইস্টার্ন কনফারেন্সে দুই নম্বরে রয়েছে মায়ামি। ৬ নম্বরে তাদের পয়েন্ট ১০। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে সিনসিনাটি।