হঠাৎ বাংলাদেশে খেলা হচ্ছে না অঞ্জন বিস্তার

গণেশ থাপা, হড়ি খরকা, উপেন্দ্র মান সিংহ, কৃষ্ণ থাপা, রাজু সাক্য ও বালগোপাল মহারাজনের পথ ধরে এবার অনেক দিন পর আরেক নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তাকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দেখার কথা ছিল। প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে ফর্টিস এফসির হয়ে খেলার জন্য সব কিছু চূড়ান্ত হলেও হঠাৎ পায়ে চোট পেয়ে সেই আশায় গুঁড়েবালি। 

২২ মার্চ বিশ্বকাপ বাছাইয়ে বাহরাইনের বিপক্ষে ১২ মিনিটে চোট পেয়ে মাঠ থেকে উঠে যেতে হয় ২৫ বছর বয়সী উইঙ্গারকে। চোট দীর্ঘমেয়াদী হওয়ায় ঢাকায় এসে খেলতে অপারগতা প্রকাশ করেছেন নিজ দেশের হয়ে ১৩ গোল করা অঞ্জন।

ফর্টিসের ম্যানেজার রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শেষ মুহূর্তে এসে অঞ্জনের চোট পাওয়ার কথা শুনেছি। ও নিজেই জানিয়েছে আপাতত খেলা সম্ভব নয়। এর জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে নতুন মৌসুমে খেলার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।’

অঞ্জনের জায়গায় গত মৌসুমে মুক্তিযোদ্ধায় খেলা জাপানি মিডফিল্ডার সোমা ওতানিকে শেষ মুহূর্তে দলে ভিড়িয়েছে ক্লাবটি।