আবাহনীতে কত নাম্বার জার্সি চেয়ে নিলেন জামাল?

ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ফুটবলে জামাল ভূঁইয়ার জার্সি নাম্বার ট্রেডমার্ক হয়ে আছে। ৬ নাম্বার জার্সি পরেই খেলে থাকেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। সমর্থকরা তাকে জেবি সিক্স নামেই চেনে। এবার আবাহনী লিমিটেডের হয়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে মাঠে নামতে যাচ্ছেন জামাল। এরই মধ্যে নিবন্ধনও হয়ে গেছে। তবে চিরাচরিত নাম্বার সিক্স জার্সি তার গায়ে ওঠার সুযোগ নেই।  আকাশী নীল জার্সিধারিদের হয়ে ৬৬ নাম্বার জার্সি পরে মাঠে নামবেন।

মৌসুমের শুরুতে ব্রাজিলিয়ান জোনাথন ফের্নান্দেজ ৬ নাম্বার জার্সি পরে খেলছেন। তাই জামাল ইচ্ছে করলেই সেই জার্সি পরে খেলতে পারবেন না। তাই নিজেই ৬৬ নাম্বার জার্সি চেয়ে নিয়েছেন।

এর আগে আর্জেন্টিনার সোল দা মায়োর হয়ে সবশেষ ৬ নাম্বার জার্সি পরে খেলেছিলেন জামাল। আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জামাল ৬৬ নাম্বার জার্সি পরে খেলবেন। তার নিবন্ধন হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার ডিফেন্ডার অ্যারন ইভান্সও প্রথমবারের মতো আমাদের দলের হয়ে খেলবেন।'

অ্যারন ঢোকায় নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহকে বাদ দিয়েছে আবাহনী। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে ২৯ মার্চ থেকে।