প্যালেসকে বিধ্বস্ত করে দুইয়ে উঠেছে সিটি

শিরোপা লড়াইয়ে নিজেদের স্বভাবসুলভ ভঙ্গিতে চ্যালেঞ্জটা ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনার শততম গোলের মাইলফলকের দিনে ক্রিস্টাল প্যালেসকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে তারা। 

অথচ কে বলবে শুরুতে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। ৩ মিনিটে তাদের স্তব্ধ করে দেয় মাতেতার গোল। তাতে অগ্রগামিতা পেয়ে যায় ক্রিস্টাল প্যালেস। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি সেটা। ১৩ মিনিটে সিটিকে সমতায় ফেরান ডি ব্রুইনা। শুরুতে কাটব্যাক করেন জ্যাক গ্রিয়েলিশ। তার পর বল ধরে বক্সে ঢুকে জাল কাঁপান বেলজিয়ান মিডফিল্ডার। 

বিরতির পর আরও তিনবার জাল কাঁপায় সিটি। ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান লুইস। ক্লোজ রেঞ্জে ৬৬ মিনিটে তৃতীয় গোলটি করেন আর্লিং হাল্যান্ড। যা এই মৌসুমে নরওয়েজিয়ান তারকার ১৯তম গোল। ৭০ মিনিটে ডি ব্রুইনা নিজের শততম গোলটি তুলে প্রতিপক্ষকে ম্যাচ থেকেই ছিটকে দেন। ৮৬ মিনিটে অবশ্য একটি গোল শোধ দেয় প্যালেস। গোলটি করেছেন এদুয়ার্দ।  

এই জয়ে লিভারপুলের মতো সমান ৭০ পয়েন্ট হয়ে গেছে সিটির। ৩০ ম্যাচে গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিভারপুল শীর্ষে রয়েছে। এক ম্যাচ বেশি খেলা সিটি সমান পয়েন্ট নিয়ে আর্সেনালকে টপকে দুই নম্বরে উঠেছে। আর্সেনাল ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।