রোনালদোকে লাল কার্ড দেওয়া ছিল ভুল: নাসর কোচ

দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে আল হিলালের কাছে পিছিয়ে ছিল আল নাসর। সৌদি সুপার কাপের সেমিফাইনালে বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করেছিল। হতাশা ‍লুকাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। কনুই দিয়ে গুঁতো দেন প্রতিপক্ষ খেলোয়াড় আলী আল-বুলাইহির পেটে। রেফারি লাল কার্ড দেখাতেই হাত মুষ্টিবদ্ধ করে রেফারির দিকে তাক করেন পর্তুগিজ উইঙ্গার। তাকে মার্চিং অর্ডার দেওয়া নিয়ে ম্যাচ শেষে কথা বলেন নাসর কোচ লুইস কাস্ত্রো।

রোনালদোর দল ২-১ গোলে হেরে সেমিফাইনালে বিদায় নিয়েছে। ম্যাচ অফিসিয়ালের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোয় একবার সতর্ক করা হয় তাকে। পরে সহিংস আচরণের কারণে লাল কার্ড দেখেন, যখন খেলা শেষ হতে চার মিনিট বাকি।

এই শাস্তির পর রোনালদো পাশে পেলেন কোচ কাস্ত্রোকে। তার অভিযোগ, হিলাল খেলোয়াড়ের তার অধিনায়ককে মাঠ ছাড়া করতে অভিনয় করেছেন।

কাস্ত্রো ম্যাচ শেষে বলেছেন, ‘সিদ্ধান্তটা ভুল ছিল। আল হিলাল ডিফেন্ডার এমন ভাব করেছে যেন সে তার মুখে আঘাত করা হয়েছে। এটা খেলার অংশ, সামান্য আঘাত লেগেছিল। আর রোনালদোর এমন কাণ্ডের সুযোগ নিয়েছে তারা। ভিএআর রেফারির উচিত ছিল প্রধান রেফারিকে ডাকা। এটা আমার ব্যক্তিগত মতামত।’