সেমিতে সেই পিএসজি, আরও ভালোভাবে প্রস্তুত ডর্টমুন্ড

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে মৃত্যুকূপেই ছিল বরুশিয়া ডর্টমুন্ড। ‘এফ’ গ্রুপে তাদের সঙ্গী ছিল পিএসজি। সেমিফাইনালে সেই ফরাসি জায়ান্টদের মুখোমুখি হচ্ছে তারা। তবে গ্রুপ পর্বে তাদের অভিজ্ঞতাটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। অ্যাওয়ে ম্যাচে হারের পর ড্র করে ঘরের মাঠে। যদিও সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে ডর্টুমন্ড। সেমিফাইনালে যে তারা আরও ভালো করে লড়াই করবে সেটা ম্যাচের আগেই জানিয়ে দিয়েছেন, দলটির কোচ এদিন তেরজিচ। তার মতে, এখন আরও ভালোভাবে প্রস্তুত ডর্টমুন্ড। 

ডর্টমুন্ডকে যে হালকাভাবে নেওয়া যাবে না সেটা গতকালকেই তারা প্রমাণ করেছে। অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে পড়েছিল। দ্বিতীয় লেগেও ম্যাচটা সমতায় ছিল ৭০ মিনিট পর্যন্ত। জার্মান দলটি ঘুরে দাঁড়ায় তার পরেই। ম্যাচ জেতে ৪-২ ব্যবধানে। দুই লেগ মেলে তাদের স্কোর ছিল ৫-৪! তাতে ১১ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিতে নাম লিখিয়েছে তারা। যারা ইউরোপ সেরার মঞ্চে শিরোপা জিতেছে সেই ১৯৯৭ সালে। 

সেমিতে গ্রুপ পর্বের পুনর্মঞ্চায়ন হবে দেখে পিএসজিকে নিয়ে তেরজিচ বলেছেন, ‘আমাদের প্রথম ম্যাচটা ওদের বিপক্ষে ভালো ছিল না। দ্বিতীয় ম্যাচে তাদের সঙ্গে ভালো করেই মানিয়ে লড়াই করেছি। জয়ের কাছেও ছিলাম। তবে গ্রুপ পর্বে ওদের বিপক্ষে যেমনটা ছিলাম এখন আমরা তার চেয়েও ভালো দল।’

দ্বিতীয় লেগের প্রথমার্ধে ডর্টুমন্ডকে এগিয়ে নেওয়া ইউলিয়ান ব্রান্ডও বলছেন, ফরাসি দলটির বিপক্ষে ম্যাচটা এখন তাদের জন্য আরও বেশি গুরুত্ববহ, ‘এখন তো পিএসজির বিপক্ষে ম্যাচটা আরও বেশি গুরুত্ববহন করছে। ঘরের মাঠে গ্রুপ পর্বে আমরা ভালো খেলেছিলাম। অ্যাওয়ে ম্যাচে ভালো খেলতে পারিনি। এখন আমরা ভালোটা দেখাতে চাই। অবশ্যই লক্ষ্য এখন ফাইনাল।’