চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেলেও যে কারণে গর্বিত আর্তেতা

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও নিজেদের সম্ভাবনা ধরে রেখেছে তারা। সর্বশেষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে। ম্যাচে একটি করে গোল করেছেন লিয়ান্দ্রো ট্রসার্ড ও মার্টিন ওডেগার্ড।শিষ্যদের ঘুরে দাঁড়ানো পারফরম্যান্সে ভীষণ তৃপ্ত আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও।

সর্বশেষ জয়ের পর লিগ টেবিলে ম্যানচেস্টার সিটির চেয়ে এক পয়েন্টের ব্যবধান রেখে গানাররা শীর্ষে রয়েছে। ৩৩ ম্যাচে পয়েন্ট ৭৪। দুইয়ে থাকা সিটি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। তাদের পয়েন্ট ৭৩। ৭১ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল।

শেষ আটে বায়ার্নের কাছে হারের পর শিষ্যরা ঘুরে দাঁড়ানোয় গর্ব প্রকাশ করে আর্তেতা বলেছেন, ‘ওরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে গর্বিত আমি। সঠিকভাবেই আমরা মাথা তুলে দাঁড়িয়েছি। আমরা জয়ের যোগ্য ছিলাম। তাছাড়া ক্লিন শিটও বজায় রেখেছি।’

বায়ার্নের কাছে চ্যাম্পিয়নস লিগের হারটা যে তাদের জন্য ধাক্কার ছিল সেটা স্বীকার করে আর্সেনাল কোচ আরও বলেছেন, ‘বায়ার্নের কাছে হারের পর অবশ্যই হতাশ হয়েছিলাম। ব্যবধানটা যদিও বেশি ছিল না। কিন্তু লিগে এখনও আমাদের ৫ ম্যাচ বাকি। আবার শীর্ষেও উঠেছি।’