এটা লজ্জাজনক লা লিগার গোললাইন প্রযুক্তি নেই: জাভি 

মৌসুমের শেষ এল ক্লাসিকো। কাগজে-কলমে এই ম্যাচের ওপরই মোটামুটি শিরোপা ভাগ্য নির্ভর করছিল। বার্সেলোনার সুযোগ ছিল শিরোপা লড়াইয়ে নতুন আশার সঞ্চার করার। কিন্তু তাদের ৩-২ গোলে হারিয়ে ১১ পয়েন্টের ব্যবধান নিয়ে ৩৬তম লা লিগা শিরোপার আরও কাছে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের পর অবশ্য গোললাইন প্রযুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেস। 

ঘটনাটা ২৮ মিনিটের। তখনও স্কোর লাইন ১-১। লামিনে ইয়ামালের ফ্লিক কোনওমতে ঠেকান রিয়াল মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন। বার্সার দাবি বলটা গোললাইন অতিক্রম করলেও সেটা দেওয়া হয়নি। যেহেতু অফিশিয়ালরা ভিডিও অ্যাসিসট্যান্ট রিভিউ দেখেও বিষয়টা প্রমাণ করতে পারেননি। গোলটি হলে বার্সাকে আর শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়ার মতো অবস্থায় চলে যেতে হতো না। তাই ম্যাচের পর ক্ষুব্ধ জাভির প্রতিক্রিয়া ছিল এমন, ‘এটা লজ্জাজনক। অন্যান্য শীর্ষ লিগে গোললাইন প্রযুক্তি ব্যবহার করা হয়। এমনকি প্রিমিয়ার লিগেও। কিন্তু লা লিগায় সেটা নেই। বিশ্বের সেরা লিগের একটি হতে হলে আমাদের এই জায়গায় উন্নত হতে হবে। প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।’

ওই ঘটনায় কোচের সঙ্গে গলা মিলিয়েছেন বার্সেলোনা গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনও, ‘ফুটবলের জন্য বিষয়টা খুবই লজ্জাজনক। আমার ভাষা নেই। অনেক কিছুর জন্য প্রচুর অর্থ থাকলেও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটার জন্য কিছুই নেই।’

দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান নিয়ে মাঠে নেমেছিল শীর্ষ দল রিয়াল। খেলা শেষে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১১ পয়েন্টে। আর ছয় ম্যাচ বাকি। কাগজে কলমে বার্সার শিরোপার জয়ের সম্ভাবনা টিকে থাকলেও বাস্তবে তা অসম্ভব বলা চলে। ম্যাচের পর জাভির কথা, তারা এই ম্যাচ জেতার যোগ্য ছিল, ‘আমরা খুব ভালো লড়াই করেছি। কিন্তু আমার মনে হয় তিন পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম।’