আনচেলত্তি মনে করেন, বার্সার সম্ভাব্য গোলটি আসলে গোল ছিল না

মর্যাদার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার লড়াইটা বিতর্ক মুক্ত ছিল না। বেশ কিছু ঘটনায় আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে অন্যতম বার্সার সম্ভাব্য গোলের বিষয়টি। রিয়াল মাদ্রিদের নেওয়া পেনাল্টি নিয়েও আছে আলোচনা। তবে ম্যাচের পর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বার্সার গোলের দাবিটি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তার মতে, ‘সেটা মোটেও গোল ছিল না। কারণ বল লাইন অতিক্রম করেনি। তবে আমাদের পেনাল্টিটি ছিল পরিষ্কার।’

বার্সা ৬ মিনিটে এগিয়ে গেলেও রক্ষণের ভুলে লিড ধরে রাখতে ব্যর্থ হয় তারা। ১৭ মিনিটে ছোট বক্সের সামনে লুকাস ভাসকেজকে ফাউল করেন পাউ কুবারসি। স্পট কিক থেকে ভিনিসিয়ুস জাল কাঁপাতে ভুল করেননি। তার পর ২৮ মিনিটে ঘটে সেই ঘটনা। লামিনে ইয়ামালের ফ্লিক কোনওমতে ঠেকান রিয়াল মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন। বার্সার দাবি বলটা গোললাইন অতিক্রম করলেও সেটা দেওয়া হয়নি। যেহেতু অফিশিয়ালরা ভিডিও অ্যাসিসট্যান্ট রিভিউ দেখেও বিষয়টা প্রমাণ করতে পারেননি। ম্যাচে বিতর্ক থাকলেও ক্লাসিকোটা যে জমজমাট ছিল সেটা স্বীকার করেছেন আনচেলত্তি, ‘ম্যাচটা দুই পক্ষ থেকেই দারুণ ছিল। হাই লেভেল ম্যাচ যাকে বলে।’

বার্সাকে ৩-২ গোলে হারিয়ে ১১ পয়েন্টের ব্যবধান নিয়ে ৩৬তম লা লিগা শিরোপার আরও কাছে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। এখন লিগ শিরোপা নিশ্চিত করাটা তাদের জন্য সময়ের ব্যবধান মাত্র। রিয়াল মাদ্রিদ কোচও মনে করেন, লিগ শিরোপা জয়ের কাজটা তাদের সমাপ্ত হয়েছে। তবে এখানেই সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকতে চান না তিনি, ‘হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমরা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়ে এগিয়ে গেছি। এখন আমাদের অ্যাডভান্টেজটাও বড়। তবে এখানেই বসে থাকতে চাই না। আমাদের আরও কিছু পয়েন্ট সংগ্রহ করতে হবে। তার পর প্রস্তুতি নিতে হবে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের।’