কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল, সেমিতে থাকছে না এক্সট্রা টাইম 

যে কোনও টুর্নামেন্টের নকআউট পর্বে রোমাঞ্চকর লড়াইয়ের অন্যতম অনুষঙ্গ থাকে এক্সট্রা টাইম তথা অতিরিক্ত সময়ের খেলা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা সমতায় থাকলে সেটা অতিরিক্ত সময়ে গড়িয়ে থাকে। তার পরেও স্কোর সমান থাকলে ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। কিন্তু চলতি কোপা আমেরিকায় সেটা হচ্ছে না। কোয়ার্টার ফাইনাল থেকে শিরোপা নির্ধারণী ফাইনালের আগ পর্যন্ত থাকছে না কোনও অতিরিক্ত সময়। 

অর্থাৎ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণীতে ৯০ মিনিটের খেলা সমতায় থাকলে ম্যাচ সরাসরি টাইব্রেকারে চলে যাবে। কাল সকালে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শেষ আটের লড়াই। ফলে এই ম্যাচ থেকে এই নিয়মেই খেলা গড়াবে। 

ফাইনালের ক্ষেত্রে শুধু ব্যতিক্রম রাখা হয়েছে। সেখানে নির্ধারিত সময়ের খেলা সমতায় থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। অবশ্য ব্যাপারটা এবারই নতুন নয়। লাতিন অঞ্চলের সবচেয়ে বড় মর্যাদার এই টুর্নামেন্ট আগেও এমন নিয়ম অনুসরণ করেছে।

এবার দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালের ম্যাচের সূচি-

৫ জুলাই, সকাল ৭টা (বাংলাদেশ সময়)- আর্জেন্টিনা বনাম ইকুয়েডর
৬ জুলাই, সকাল ৭টা (বাংলাদেশ সময়)- ভেনেজুয়েলা বনাম কানাডা
৭ জুলাই, ভোর ৪টা (বাংলাদেশ সময়)- কলম্বিয়া বনাম পানামা
৭ জুলাই, সকাল ৭টা (বাংলাদেশ সময়)- উরুগুয়ে বনাম ব্রাজিল