ছুটি কাটিয়ে ফ্রান্সের বিদায়ের দুঃখ ভুলতে চাইছেন এমবাপ্পে

চলতি ইউরোয় ফ্রান্সকে ফ্রান্স বলে মনে হয়নি। বিশেষ করে প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে ছিলেন একেবারে নিষ্প্রভ। যার মাশুল তাদের দিতে হয়েছে সেমিফাইনালে। স্পেনের কাছে ২-১ গোলে হেরে বিদায়ের পর ফরাসি ফরোয়ার্ড ব্যর্থতার কথা স্বীকার করেছেন। বিদায়ের সেই দুঃখ ভুলতে আপাতত ছুটিতে থাকার পরিকল্পনা করছেন তিনি।  

অথচ ম্যাচের প্রথম গোলটি বানিয়ে দিয়েছিলেন ফরাসি অধিনায়ক। তার সেটআপ থেকেই ফ্রান্স শুরুর লিড পায় রোন্ডাল কোলো মুয়ানির গোলে। কিন্তু স্পেন তার জবাব দিয়েছে দুটি গোল আদায় করে। যার কৃতিত্ব লামিনে ইয়ামাল ও দানি ওলমোর। ফ্রান্সকে হারিয়ে এখন শিরোপা মঞ্চে স্পেন। 

ফ্রান্সের ছিটকে যাওয়ার পেছনে এমবাপ্পের ব্যর্থতা পুরোপুরি জড়িত। নাক ভেঙে যাওয়ার পর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ৫ ম্যাচে একটি গোল করেছেন পেনাল্টি শট থেকে! পুরো ইউরো কেমন গেছে এমন প্রশ্নে তাই এভাবেই জবাব দিয়েছেন তিনি, ‘আমার টুর্নামেন্ট? সত্যি করে ভীষণ কঠিন। পুরোপুরি ব্যর্থ। আমাদের লক্ষ্য ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার। আমারও ছিল। কিন্তু পারিনি। তাই ব্যর্থতা স্বীকার করতেই হবে।’

বিদায়ের পর এখন কী ভাবছেন এমবাপ্পে? আপাতত ছুটি কাটিয়ে সতেজ হওয়ার দিকেই মনোযোগ ফরাসি তারকার, ‘এটা ফুটবল। আমাদের সব কিছু পেছনে ফেলে সামনে তাকাতে হবে। এখন আপাতত কিছুদিনের ছুটি কাটাবো, বিশ্রাম নিবো। এটা আমার অনেক উপকারে দেবে। তার পর শক্তভাবে ফিরে আসবো।’