কার্লো আনচেলত্তি বললেন, রিয়াল মাদ্রিদ তার কোচিং ক্যারিয়ারের শেষ ক্লাব হতে যাচ্ছে। ক্লাবটির অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রকে ব্যালন ডি’অর জয়ের দাবিদার মনে করছেন তিনি।
২০২৬ সালের জুন পর্যন্ত মাদ্রিদ ক্লাবের সঙ্গে ইতালিয়ান কোচের চুক্তি আছে। ৬৭তম জন্মদিনটা ক্লাবের সঙ্গেই উদযাপন করবেন তিনি।
ওবি ওয়ান পডকাস্টকে আনচেলত্তি বলেছেন, ‘আমি মনে করি এটা হতে যাচ্ছে আমার শেষ ক্লাব। যদি কোনও জাতীয় দলে কাজ করার সুযোগ পাই, আমি জানি না। আমি জাতীয় দলে কোচিং করানো নিয়ে রোমাঞ্চিত নই, কারণ আমি যা উপভোগ করছি, সেটা সেখানো পাবো না।’
তিনি আরও বলে গেলেন, ‘কোচ হিসেবে এটি আমার ২৯তম মৌসুম। সত্যি যে আমি অনেক কিছু জিতেছি কিন্তু কতগুলো শিরোপা হারিয়েছি তা ভাবুন তো।’
বিশ্বের বড় কিছু ক্লাবের কোচ হয়েছেন আনচেলত্তি। লিগ শিরোপা, ঘরোয়া কাপ ও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এসি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও রিয়ালের সঙ্গে।
২০২১ সালে বার্নাব্যুতে দ্বিতীয় মেয়াদে ফেরার পর লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে এই প্রতিযোগিতায় পাঁচটি শিরোপা জিতে ইউরোপের সবচেয়ে সফল কোচ হিসেবে নিজের অবস্থান মজবুত করেছেন তিনি।