হামজাকে খেলানোর বিষয়ে ইংল্যান্ড ফুটবলের অনাপত্তিপত্র পেলো বাংলাদেশ

বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। তার বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে অনাপত্তিপত্র চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  তিন সপ্তাহ পর তা পাওয়ার কথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

ইমরান হোসেন তুষার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আমরা হামজার বিষয়ে ছাড়পত্র পেয়েছি। মানে এনওসি। এখন ফিফার কাছে পাঠিয়েছি। আশা করছি এক মাসের মধ্যে হামজার বিষয়ে সব কিছু পরিষ্কার হবে। কোনও সমস্যা না থাকলে হামজা  শিগগিরই বাংলাদেশের হয়ে খেলতে পারবে।'

বাফুফের পরবর্তী কাজ হবে, ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করা। পাসপোর্ট, এফএ’র অনাপত্তিপত্রসহ আরও কিছু কাগজপত্র নিয়ে এই আবেদন করবে তারা। সেখান থেকে সবুজ সংকেত পেলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন। 

ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলেন হামজা। বাংলাদেশি পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি।

এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। কোনও দেশের যুব দলে খেলোয়াড় অন্য কোনও দেশের হয়ে খেলতে চাইলে তাদের ফেডারেশনের অনুমতি প্রয়োজন হয়।