ফিফা থেকে নিষিদ্ধ সোহাগের সঙ্গে ছবি নিয়ে ব্যাখ্যা দিলেন তাবিথ

বাফুফে নির্বাচন হতে যাচ্ছে ২৬ অক্টোবর। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ব্যস্ত। আজ (রবিবার) তো প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিস এফসির মাঠে সভাপতি প্রার্থী তাবিথ আউয়ালের আমন্ত্রণে সাবেক ফুটবলার ও সংগঠকরা এসেছিলেন।  প্রীতি ম্যাচও হয়েছে।  তবে এর মধ্যে উপস্থিত হয়েছিলেন আর্থিক অনিয়মের কারণে ফিফা থেকে নিষিদ্ধ সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না।

এক ফাঁকে তাবিথের সঙ্গে ছবিও তুলেছেন সোহাগ। বাংলা ট্রিবিউনের কাছে এর ব্যাখ্যাও দিয়েছেন তাবিথ, ‘আমি তো সামাজিক মানুষ।  সোহাগও আজ অন্যদের মতো মাঠে এসেছিল। তাই ছবিও তুলেছে। আমি আর কী বলবো।’

খেলোয়াড়দের সঙ্গে তাবিথ আউয়াল, ছবি: সংগৃহীতপ্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিজ এফসি’র মাঠে তাবিথের এমন আয়োজনে উপস্থিত হয়েছিলেন অনেক প্রার্থী ও কাউন্সিলর এবং সংগঠকরা। সবাই সবার কাছে ভোটও চেয়েছেন।  সেই আনুষ্ঠানিকতায় তাবিথ আউয়াল সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, ‘গত নির্বাচনে আমি হেরেছিলাম। খেলোয়াড় হিসেবে হার থেকে আমি পুনরায় নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। সামনে বাফুফে নির্বাচন। আমি সভাপতি পদপ্রার্থী। একজন ফুটবলার হিসেবে আমার ফুটবলার ভাই, বন্ধু, অগ্রজ, অনুজদের সমর্থন নিয়েই এগোতে চাই। আজ যারা এখানে এসেছেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামীতেও আপনাদের এই সমর্থন চাই।’

তাবিথ আউয়ালের অনুষ্ঠানে এসেছিলেন অন্যতম সাবেক তারকা ফুটবলার আরমান মিয়া। তিনি তাবিথের প্রতি আস্থা রেখে বলেন, ‘তাবিথ অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি। বাংলাদেশের ফুটবলের দায়িত্ব তাবিথ পেলে অবশ্যই ভালো করতে পারবে।’

তাবিথ আউয়ালের আহ্বানে রবিবার জসিমউদ্দিন জোসী, আরমান মিয়া, কায়সার হামিদ, জাকির হোসেন, গোলাম গাউস, বিপ্লব ভট্টাচার্য্য, সুজন, ছাইদ হাসান কানন, শফিকুল ইসলাম মানিক, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও ইমতিয়াজ আহমেদ নকীব, মাসুদ রানা ও আবু হাসান প্রিন্সসহ অনেকেই এসেছিলেন।