স্ত্রীর পাশে থাকতে স্পেনে কাবরেরা

মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ শেষ। এরপর মার্চের আগে জাতীয় ফুটবল দলের আর কোনও খেলা নেই। এই সময়ে ঘরোয়া ফুটবলের ম্যাচ দেখার কথা ছিল কোচ হাভিয়ের কাবরেরার। কিন্তু প্রিমিয়ার লিগ শুরুর আগেই বিপত্তি দেখা দিয়েছে। কাবরেরার স্ত্রী ভীষণ অসুস্থ। তার পাশে থাকতে বর্তমানে স্পেনেই রয়েছেন কোচ। তবে লিগ শুরুর আগে তার ঢাকায় আসার কথা রয়েছে বলে জানা গেছে।

এমনিতে কাবরেরার চুক্তি রয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে জেতার পর এরই মধ্যে বাফুফে কাবরেরাকে রাখার ব্যাপারে ইতিবাচক। তবে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘কাবরেরার চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হবে। তাই এটা নিয়ে নতুন কোনও তথ্য নেই। আর সে তো এখন স্পেনে। স্ত্রীর অস্ত্রোপচার হবে, তাই জরুরি ছুটি নিয়ে গেছে। তবে শুরু থেকে লিগের ম্যাচ মাঠেই বসে দেখার কথা রয়েছে তার।’