X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ঠোঁটে হাসি লেগেই থাকে হামজার, সতীর্থরা আরও যা বলছেন

তানজীম আহমেদ, শিলং(মেঘালয়, ভারত) থেকে
২৩ মার্চ ২০২৫, ১৫:০৩আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৭:২৩

তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। ইংলিশ ফুটবল লিগে খেলছেন। বিশ্বের অন্যতম সেরা লিগে খেলে ট্রফি জেতারও অভিজ্ঞতা আছে। সেই হামজা চৌধুরীর তো একটু রাশভারি হওয়ার কথা। অন্তত বাংলাদেশের মতো দেশে এসে নিজেকে একটু আলাদা করে রাখবেন... কিন্তু তেমনটি তো দেখছেন না কেউ। ঢাকায় নামার পর থেকে সেই যে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রেখেছেন, তা সর্বদা বিদ্যমান। যে কারও সঙ্গে দেখা হতেই কিংবা কথা বলতে গিয়ে হাসির ঝিলিক লেগেই আছে। এমন হামজাকে পেয়ে রাকিব-হৃদয়রা যেমন অভিভূত, আবার অবাকও।

রবিবার সকালে নাস্তার পর শিলংয়ের পুলিশ বাজার এলাকায় ঘুরতে বের হয়েছিলেন রাকিব-ইব্রাহিম-মোরসালিন-ফাহিমরা। রাস্তায় তাদের সঙ্গে দেখা হয়ে যায় সাংবাদিকদের। তবে হাভিয়ের কাবরেরার কঠোর বিধিনিষেধের কারণে কথা বলতে গিয়ে একটু আড়ষ্ট মনে হয়েছে তাদের। কারও কারও মধ্যে তো হাই..হ্যালো করে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছিল। তবে রাকিব হোসেন যেতে যেতে হামজার প্রশংসা করলেন। তিনি তো ঘোষণাই দিয়ে দিলেন …কখনও তার ক্যারিয়ারে এমন অমায়িক নিরহংকার ফুটবলার দেখেননি। বলতে লাগলেন, ‘ভাই কী বলবো.. হামজার মতো এমন উঁচুমানের ফুটবলার এমন বিনয়ী হবে তা চিন্তাও করিনি। সারাক্ষণ তার মুখে হাসি লেগে থাকে। কোনও অহংকারই নেই। সে যে ইংলিশ ফুটবল লিগে খেলছে তা কখনও আমাদের বুঝতে দিচ্ছে না। আমাদের থেকে সে যে আলাদা তাও কখনও আকারে ইঙ্গিতে বলেনি। আমি এমন খেলোয়াড় দেখে আসলেই অবাক।’

হামজা চৌধুরী। হামজা শুধু ব্যবহারেই নয়, অনুশীলনে সবার সঙ্গে মানিয়ে নিচ্ছেন। বাংলাদেশের খেলোয়াড়রা কীভাবে খেলে থাকেন, সেটাও রপ্ত করে তাদের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। রাকিব বলছিলেন, ‘হামজা যে পর্যায়ের খেলোয়াড় তাতে করে তার সঙ্গে মানিয়ে নেওয়া সময়সাপেক্ষ। তবে আমরা এরই মধ্যে হামজার সঙ্গে মানিয়ে নিচ্ছি। হামজা নিজেও আমাদের সঙ্গে দ্রুতলয়ে তাল মিলাচ্ছেন। আমাদের খেলার স্টাইলের সঙ্গে বেশ মিলে যাচ্ছেন।’

পুলিশ বাজারের রোড ধরে যেতে যেতে আরেক ফুটবলার মোহাম্মদ ইব্রাহিমও সায় দিয়ে বলেছেন, ‘হামজা খুব ফ্রেন্ডলি। সে সবার সঙ্গে নিজেই পরিচিত। অনুশীলনের মাঠ নিয়ে ওর কোনও অভিযোগ নেই। একজন পেশাদার খেলোয়াড় হয়ে এটা মানিয়ে নিতে হবে বলে আমাদের কাছে বলেছে। এতেই একজন বড়মাপের ফুটবলারের পরিচয় ফুটে উঠেছে ওর মধ্যে।’

আগের দিন অনুশীলনের ফাঁকে তো নারায়ণগঞ্জ থেকে উঠে আসা ২৩ বছর বয়সী মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়ের কণ্ঠে প্রশংসা ঝরেছিল এভাবে, ‘হামজা অনেক উঁচুমাপের ফুটবলার। আমরা সবাই চেষ্টা করছি ওনার সঙ্গে মানিয়ে নিতে। হামজা ভাই আমাদের অনেক সহায়তা করছেন। তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করছেন।’

হামজার কাছ থেকে কোনও পরামর্শ চান কিনা? এমন প্রশ্নে হৃদয় বলেছেন, ‘অবশ্যই চাই। আমরা তার কাছে জানতে চাই কী করলে ভালো হয়। কোনটা আমার জন্য সবচেয়ে ভালো, যেহেতু আমরা মাঝমাঠে একই পজিশনে খেলছি, এসব জানতে চাই। তিনিও বলেন, পরামর্শ দেন। প্রতিটি মুহূর্তে ওনার কাছ থেকে শেখার আছে এবং আমরাও শিখছি। যদি ভোট দিতে যাই আমি ওনাকে ১০০-তে ১০০ দেবো।’

সবাই মিলে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে লড়াইয়ের রসদ হামজা থেকেও নিচ্ছেন। কারণ, তাদের একই লক্ষ্য ভারত-বধ!

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
হামজার শহর সিলেটে ভারত ম্যাচ আয়োজনের চিন্তা
এ বছর হামজাদের সাফ হচ্ছে না!
বার্নলির কাছে পরাজয়ের পর ঝামেলায় জড়ালেন হামজা
সর্বশেষ খবর
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
মুক্ত গণমাধ্যমের ধারণাটিই ত্রুটিপূর্ণ
মুক্ত গণমাধ্যমের ধারণাটিই ত্রুটিপূর্ণ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
জিম্বাবুয়ের বিপক্ষে ফিট হয়ে ফিরছেন স্টোকস
জিম্বাবুয়ের বিপক্ষে ফিট হয়ে ফিরছেন স্টোকস
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’