আরব আমিরাতের কাছে হেরে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলেননি ১৮ নারী ফুটবলার। সাফজয়ী দলের সেই ফুটবলারদের ছাড়াই আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেমে দুটিতেই বাংলাদেশ হেরেছে। দুই ম্যাচেই ৩-১ গোলে হারের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। এক ধাপ অবনতি হয়েছে আফঈদা খন্দকারের দলের।   

আজ বৃহস্পতিবার নারী ফুটবলের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১৩৩ এ নেমে গেছে। 

নারী ফুটবলের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এরপর  আছে স্পেন, জার্মানি, ইংল্যান্ড ও জাপান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দুই দেশ হলো ভারত (৬৯) ও নেপাল (৯৯)।