চ্যাম্পিয়ন্স লিগ 

প্রয়াত চিকিৎসকের জন্য আজ জিততে চায় বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে আজ মঙ্গলবার সহজ সমীকরণের সামনে বার্সেলোনা। শেষ ষোলোর প্রথম লেগে স্প্যানিশ জায়ান্টরা বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছিল। দ্বিতীয় লেগে ড্র করলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে কাতালানদের। অবশ্য এমন ম্যাচে শোককে শক্তিতে পরিণত করতে চাইছে কাতালান দল। তাই জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না বার্সেলোনা। 

লা লিগায় গত শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেলে মারা গেছেন বার্সার দলীয় চিকিৎসক কার্লেস মিনারো। বার্সা কোচ হান্সি ফ্লিক বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগে তার দল প্রয়াত এই চিকিৎসকের স্মরণে ম্যাচে সর্বোচ্চটা দিয়ে খেলবে।  ম্যাচটা মাঠে গড়াবে মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে। 

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিককে দেখে বোঝা যাচ্ছিল এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি তারা। নিরবতা ভাঙতে কিছুক্ষণ সময় নিয়ে জানান, গত দুটা দিন কতটা কঠিন ছিল তাদের জন্য। তার পরেও দলীয় চিকিৎসকের মৃত্যু আসন্ন ম্যাচে বাড়তি প্রেরণা হিসেবে কাজে দেবে বলে মন্তব্য করেন তিনি, ‘মনে হয় পুরো দল পরিস্থিতিটা ভালোভাবে সামলে নিয়েছে। ম্যাচেই আমাদের মনোযোগ। আমরা তার জন্য ম্যাচটা খেলতে চাই। এমন পরিস্থিতিতে তার জন্য জয় খুব প্রয়োজন। আমরা সেজন্য প্রস্তুত।’

আজ রাত ২টায় মাঠে নামবে লিভারপুলও। শেষ ষোলোর প্রথম লেগ ১-০ গোলে জেতায় অ্যানফিল্ডে পিএসজির বিপক্ষে হার এড়ালেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ইংলিশ জায়ান্টদের। একই রাতে বায়ার্ন মিউনিখও শেষ আটের লক্ষ্যে মাঠে নামবে। লেভারকুসেনের বিপক্ষে তারা প্রথম লেগ জিতেছে ৩-০ গোলে। ফলে কাজটা অনেকটুকু এগিয়ে রেখেছে জার্মান জায়ান্ট। একই লক্ষ্যে ফেইনুর্ডের বিপক্ষে রাতে নামবে ইন্টার মিলানও।