রিয়াল মাদ্রিদে শুরুতে সমালোচনার মুখে পড়তে হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। তবে ২০২৫ সালের শুরু থেকে তার ফর্ম দুর্দান্ত। লা লিগায় ২২টি ও সব প্রতিযোগিতা মিলে ৩৩ গোল করেছেন তিনি। রিয়ালে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে নিজের আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে বসেছেন ফরাসি ফরোয়ার্ড। দলবদলের দীর্ঘ নাটকীয়তা শেষে পিএসজি থেকে মাদ্রিদ ক্লাবে তিনি। যেসব কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন, তা এক মিডিয়া আউটলেটকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন।
২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর পর থেকে রিয়ালের সঙ্গে এমবাপ্পের চুক্তির গুঞ্জন উঠেছিল। মাদ্রিদ ক্লাবে যোগ দেওয়ার খুব কাছে ছিলেন তিনি। কিন্তু আকস্মিকভাবে ইউটার্ন নিয়ে পিএসজিতে থেকে যান। তবে গত বছর পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ থাকলেও তা প্রত্যাখ্যান করে রিয়ালে নাম লেখান এমবাপ্পে।
এই দল বদলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কোন ব্যাপারগুলো ভূমিকা রেখেছে, তা লা সেক্সতাকে জানালেন ফরাসি ফরোয়ার্ড, ‘আমি এখানে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে চেয়েছিলাম, এই নামকরা জার্সিতে। সব ভক্তরা আমার নাম ধরে চিৎকার করবে।’
তিনি আরও বলেন, ‘একজন ফুটবলার হওয়ার আগে আমি সাধারণ মানুষ ছিলাম। এমন একজন ছিলাম, যে সাধারণ জীবন যাপন করতো, যার পছন্দের ব্যাপার ছিল, দুঃখ হতো, রাগ হতো।’
সুখী হতেই রিয়ালে এসেছেন এমবাপ্পে, ‘আমি গোল করতে ও সুখী হতে চেয়েছিলাম। আমার শুরুটা জিজু ও গ্যালাকটিকোর ভক্ত হিসেবে। এটা বিশ্বের সেরা ক্লাব এবং এই ক্লাবের এমন একটা সৌন্দর্য আছে যা অন্য কারও নেই। আপনারা আমার চেহারা দেখে বুঝতে পারবেন আমি সুখী নাকি অসুখী। আমি এখন সুখী, যেখানে আছি খুবই সুখী।’