পেনাল্টি নিয়ে ৫০ ইউরো বাজি ধরেছিলেন ভ্যালেন্সিয়া গোলকিপার!

সান্তিয়াগো বার্নাব্যুতে বড় অঘটনের জন্ম দিয়েছে ভ্যালেন্সিয়া। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। যে জয়ের অন্যতম কারিগর ছিলেন ভ্যালেন্সিয়া গোলকিপার জিওর্জি মামারদাশভিলি। 

পুরো ম্যাচজুড়েই উজ্জীবিত নৈপুণ্য দেখিয়েছেন জর্জিয়ান এই গোলরক্ষক। তার ভাগ্যনির্ধারণী পারফরম্যান্সই দলকে তিন পয়েন্ট এনে দিতে ভূমিকা রেখেছে।  

ম্যাচের ১২তম মিনিটে একটি পেনাল্টি পায় রিয়াল। আর সেটিই হয়ে দাঁড়ায় ম্যাচের টার্নিং পয়েন্ট। তখন স্কোর লাইন ছিল ০-০। ভিনিসিয়স জুনিয়র স্পট কিক নিলেও মামারদাশভিলি সেটার গতিপথ অনুমান করে বল ঠেকিয়ে স্কোরলাইনে সমতা ধরে রাখতে ভূমিকা রাখেন।  আর এই গুরুত্বপূর্ণ সেভই ম্যাচের ভাগ্য গড়তে অবদান রাখে। শুধু এই একটি সেভই নয়। মামারদাশভিলি দ্বিতীয়ার্ধে আরও তিনটি গুরুত্বপূর্ণ সেভ করে রিয়াল মাদ্রিদের নিরবচ্ছিন্ন আক্রমণ রুখে দিয়েছেন। 

অবিস্মরণীয় এই পারফরম্যান্সের পর ম্যাচ শেষে মজার এক তথ্য জানান ভ্যালেন্সিয়া গোলকিপার। পেনাল্টি নেওয়ার আগে ভিনিসিয়ুসের সঙ্গে ছোট্ট বাজি ধরেছিলেন তিনি! গণমাধ্যমের সঙ্গে হাস্যরসের সঙ্গে জানান, মজা করেই নাকি ভিনিসিয়ুসকে জিজ্ঞেস করেছিলেন, পেনাল্টির ওপর তিনি ৫০ ইউরো বাজি ধরতে চান কিনা। ব্রাজিলিয়ান তারকা সঙ্গে সঙ্গে রাজিও হন। কিন্তু শেষ পর্যন্ত মামারদাশভিলি বল ঠেকিয়ে বাজিতে জিতে যান। হাসতে হাসতে মামারদাশভিলি বলেছেন, ‘‘আমি তাকে বলেছিলাম ৫০ ইউরো বাজি ধরবে?’ সে রাজি হয়েছিল। আমি বল ঠেকিয়ে বাজি জিতেছি। খেলার পরে আমাকে টাকা দেওয়ার কথা থাকলেও এখনও দেয়নি। তবে এটা বড় কোনও বিষয় না।’’