X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ভবিষ্যৎ নিয়ে আনচেলত্তি কথা বলবেন ২৫ মে

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৫, ১৯:৫৭আপডেট : ০৩ মে ২০২৫, ১৯:৫৭

চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রেতে ব্যর্থতার পর অন্তত একটি শিরোপা জিতে শেষ করার সুযোগ এখনও রিয়াল মাদ্রিদের সামনে। লা লিগায় শীর্ষ দল বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পেছনে তারা। এমন গুরুত্বপূর্ণ সময়ে স্প্যানিশ গণমাধ্যম ব্যস্ত ব্রাজিল জাতীয় দলের সঙ্গে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির যোগাযোগ নিয়ে। তাদেরকে এখন কোনও কিছুই বলবেন না ইতালিয়ান কোচ। তার মনোযোগ এখন লিগের বাকি পাঁচ ম্যাচের দিকে।

সেল্টা ভিগোর বিপক্ষে হোম ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি ঘোষণা দিলেন, কবে তিনি তার ভবিষ্যৎ নিয়ে সবার কৌতুহল মেটাবেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, সত্যি হচ্ছে আমার ক্লাব, খেলোয়াড় ও ভক্তদের খুব পছন্দ করি। আমার ভবিষ্যত নিয়ে ২৫ তারিখ (মে) আমি কথা বলবো।’

তিনি আরও বলেন, ‘আমাকে কী করতে হবে সেটা আমি ভালো করে জানি। কী করতে যাচ্ছি এবং কী করছি, সেটা আমার জানা আছে। আজ আমার ভবিষ্যৎ নিয়ে কিছু বলবো না। আমি জানি আজ আপনাদেরকে হতাশ করলাম, কিন্তু তাতে কিছু যায় আসে না।’

আনচেলত্তি জানালেন, কীভাবে বা কখন তিনি রিয়াল ছাড়বেন তার ধারণা নেই। তিনি বললেন, ‘যাই হোক, সেটা হবে চমৎকার বিদায়। ক্লাবের সঙ্গে গত ছয় বছরে আমার কোনও লড়াই হয়নি, শেষ দিনেও তেমন কিছু চাই না। আমি জানি না কবে চলে যাবো। হতে পারে ২৫ মে, হতে পারে ২০২৬।’

রিয়াল গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল। বার্সেলোনা এগিয়ে থাকলেও লিগ শিরোপার দৌড়ে হাল ছাড়বে না মাদ্রিদ ক্লাব, এমনটা জানালেন আনচেলত্তি, ‘অনেকটা চমৎকার মৌসুম কাটিয়ে আমরা এসেছি। অনেক বাধা বিপত্তি ছিল। কিন্তু এখনও পাঁচ ম্যাচ বাকি। যে কোনও কিছু হতে পারে। যা হবে না সেটা হলো হাল ছাড়া। এই পাঁচ ম্যাচ আমাদের জিততে হবে, সবটুকু দিয়ে। আমরা যদি জিতি তাহলে মৌসুম পাল্টে দিতে পারি এবং খুব সুন্দর একটা মৌসুম হবে।’

বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন আনচেলত্তির জন্য ২৬ মে পর্যন্ত অপেক্ষা করবে।

/এফএইচএম/
সম্পর্কিত
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
সর্বশেষ খবর
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের