ঘরের মাঠেও হেরে সেমিফাইনাল থেকে মেসিদের বিদায়

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভার হোয়াইটসক্যাপের মাঠে ২-০ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় লেগ ছিল তাদের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে। শুরুতেই গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছিল তারা। কিন্তু ভ্যাঙ্কুভার বিরতির পর পাত্তা দেয়নি স্বাগতিকদের। ঘরের মাঠে ৩-১ গোলে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে প্রথমবার ফাইনালে ওঠার সুযোগ হারালো লিওনেল মেসিরা।

ঘুরে দাঁড়ানোর আশা নিয়েই মেসি, জর্দি আলবা, লুইস সুয়ারেজ ও সার্জিও বুশকেটসকে নামান কোচ হাভিয়ের মাসচেরানো। নবম মিনিটে আলবার ক্রস কিকে এগিয় যায় মায়ামি। প্রথমার্ধ তারা শেষ করে লিড নিয়ে। তাতে প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছিল। কিন্তু বিরতির পর তাদের সেই আশায় পানি ঢালে ভ্যাঙ্কুভার।

৫১তম মিনিটে হোয়াইট ম্যাচে সমতা ফেরান। দুই মিনিট পর পেদ্রো ভিতের গোল নিশ্চিত করে দেয় মায়ামির বিদায়। বারহাল্টার তৃতীয় গোল করে কানাডিয়ানদের ফাইনালে তোলেন।

৫-১ গোলের অগ্রগামিতায় তৃতীয় কানাডিয়ান দল হিসেবে ফাইনালে ভ্যাঙ্কুভার। তারা শিরোপার জন্য খেলবে ক্রুজ আজুল ও টাইগার্সের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ীর সঙ্গে।

এনিয়ে দ্বিতীয়বার প্রতিযোগিতায় অংশ নিয়ে শিরোপা জিততে ব্যর্থ হলেন মেসি। তার দল গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে উঠেছিল।