এল ক্লাসিকোর লড়াইকে শিরোপা নির্ধারক মানছেন আনচেলত্তি

সেল্টা ভিগোকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী রবিবার দুই দল এল ক্লাসিকোতে মুখোমুখি হবে। সেই লড়াইকে লা লিগায় শিরোপা নির্ধারক হিসেবে মানছেন কোচ কার্লো আনচেলত্তি। 

সেল্টার বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তার আগে অগ্রগামিতা পাইয়ে দিয়েছেন আর্দা গুলের। বার্নাব্যুতে এক পর্যায়ে তারা ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল। তার পর সেল্টা দুই গোল শোধ দিয়ে শেষ ১৫ মিনিটে রিয়াল শিবিরে উদ্বেগ বাড়িয়েছে। এখন সামনের ম্যাচে বার্সাকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে রিয়ালের সঙ্গে দলটার ব্যবধান কমে আসবে এক পয়েন্টে। কিন্তু মৌসুমে বাকি এল ক্লাসিকোতেই বার্সার কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছে রিয়াল। তাই বাস্তবতা এভাবেই দেখেন লস ব্লাঙ্কোসদের কোচ। বার্সাকে হারালেই যে তারা শিরোপা জয়ের পথে এগিয়ে যাবে, সেটা মনে করেন না তিনি, ‘ওই লড়াই পুরোপুরি শিরোপা নির্ধারক এমন বলছি না... প্রায় বলা যায়। আমরা জিতলেও এক পয়েন্টে পিছিয়ে থাকবো। তার পরেও লিগ বার্সার হাতেই থাকবে। তবে জিতলে আমাদের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে।’ 

এই মৌসুমে দুটি ক্লাসিকোর প্রথমটিতে বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। তার পর স্প্যানিশ সুপারকোপার ফাইনালেও হারিয়েছে ৫-২ গোলে। সর্বশেষ কোপা দেল রের ফাইনালে বার্সার জয় ছিল ৩-২ ব্যবধানে। সেই লড়াই নিয়ে আনচেলত্তির মন্তব্য, ‘গত সপ্তাহে তাদের সঙ্গে খেলেছি, ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমরা জয়ের কাছে ছিলাম। কিন্তু আমাদের আরও গুরুত্ব দিয়ে খেলতে হবে। সব ধরনের আত্মবিশ্বাস নিয়ে লড়াই করতে হবে।’