ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলেকে প্রথমবার দলে ডাক দিলো পর্তুগাল। একদিন বাবার পাশে তার খেলার সম্ভাবনার দুয়ার খুলে গেলো। অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছেন ১৪ বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়র।
ছেলের সঙ্গে খেলতে হলে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সিআরসেভেনকে আরও কয়েক বছর খেলতে হবে। তবে ৪০ বছর বয়সে এসেও থামার কোনও লক্ষণ নেই তার।
ক্রিস্টিয়ানো জুনিয়রকে সম্প্রতি সৌদি প্রো লিগ ক্লাব আল নাসরে তার বাবার সঙ্গে ঘাম ঝরাতে দেখা যায়। অ্যাকাডেমি পর্যায়ে মনোমুগ্ধকর কিছু পারফরম্যান্স করে পর্তুগালের নজর কাড়লেন তিনি। ডাক পেলেন তাদের অনূর্ধ্ব-১৫ দলে।
এই খবরের প্রতিক্রিয়ায় রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার প্রিয় ছেলে, আমি তোমাকে নিয়ে গর্ব করি।’
রোনালদো এর আগে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে একই দলের হয়ে খেলার মনোবাসনা জানান, ‘সত্যিই ভালো লাগবে, এমন কিছু হলে। এটা এমন কিছু না যে আমার ঘুম কেড়ে নেয়। তবে হলে ভালো লাগবে। দেখা যাক কী হয়। এটা আমার চেয়ে তার ওপর বেশি নির্ভর করছে।’
ক্রিস্টিয়ানো জুনিয়র আগামী ১৩-১৮ মে ক্রোয়েশিয়ায় ভ্লাতকো মারকোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন। রোনালদো হয়তো ছেলের দেখা দেখবেন গ্যালারি থেকে।