আর্সেনালকে হারিয়ে পিএসজি কোচ বললেন, ‘আমরা আসলেই কৃষকদের লিগ’

ইউরোপের বাকি লিগগুলোর তুলনায় অনেকেই মনে করেন, ফরাসি লিগ ওয়ান পিছিয়ে। তাই মর্যাদাহানিকর তকমাও জুটেছে ফরাসি লিগের কপালে। যাকে মজা করে বলা হয় ফারমার্স লিগ বা কৃষক লিগ। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আর্সেনালকে পরাজিত করার পর সেই তকমা নিয়ে নিজেই কৌতুক করে কথা বলেছেন পিএসজি কোচ লুই এনরিকে।

এনরিকে এমন মজা করার সুযোগ ছাড়বেন কেন? যাদের সঙ্গে তুলনায় তাদের পেছনে ধরা হয়, সেই লিগের চারটি দলকে এই আসরে বিদায় করেছে এই প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। ফাইনালে ওঠার পথে একে একে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা ও সর্বশেষ আর্সেনালকে বিদায়ের পথ দেখিয়েছে তারা। তাই এনরিকেও ব্যাপারটা ছাড়লেন না, ‘কৃষক লিগ তাই না? আমরা আসলেই কৃষকদের লিগ।’

টিএনটি স্পোর্টসকে তিনি আরও বলেছেন, ‘যাই বলুক, এটা খারাপ না। আমরা ফলাফলটা উপভোগ করেছি এবং সবাই আমাদের নিয়ে প্রশংসাসূচক কথাও বলছে- বিশেষ করে আমাদের মানসিকতা, কীভাবে আমরা খেলি। আসলে ভালোই লাগছে।’

এমিরেটস স্টেডিয়ামে সেমির প্রথম লেগ ১-০ গোলে জয়ের পর পার্ক দ্য প্রিন্সেসে ফাবিয়ান রুইজ, আশরাফ হাকিমির গোল জয় নিশ্চিত করেছে পিএসজির। ৭৬ মিনিটে বুকায়ো সাকা আর্সেনালের হয়ে একটি সান্ত্বনাসূচক গোল করেছেন। তার পরেও আর্সেনাল জয়ের যোগ্য- এমন কথা শুনে এনরিকে বলেছেন, ‘মিকেল আর্তেতা আমার ভালো বন্ধু। কিন্তু আমি এই কথাটা মানতে পারলাম না আর্সেনাল জয়ের যোগ্য ছিল। তারা যেভাবে খেলতে চেয়েছে খেলেছে, কিন্তু দুই লেগে আমরাই বেশি গোল করেছি। আর এটাই ছিল গুরুত্বপূর্ণ। এটা ঠিক আর্সেনাল দারুণ ম্যাচ খেলেছে এবং আমরা অনেক ভুগেছি। কিন্তু আমরাই ফাইনালে যাওয়ার যোগ্য ছিলাম।’