এমন কিছু হবে সেটা একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা। সর্বসম্মতভাবে নারী বিশ্বকাপের দল বাড়ানোর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ফিফা কাউন্সিল। ৩২ দল থেকে বেড়ে এখন সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে ৪৮।
মূলত ২০৩১ সালের নারী বিশ্বকাপই ৪৮ দল নিয়ে আয়োজিত হবে। সেই আসরের আয়োজক যুক্তরাষ্ট্র।
এর ফলে পুরুষদের পাশাপাশি নারীদের টুর্নামেন্টও সমান কাতারে চলে আসবে। পুরুষদের ২০২৬ বিশ্বকাপ অবশ্য নারীদের আগেই ৪৮ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে। যে টুর্নামেন্টের অন্যতম আয়োজকও যুক্তরাষ্ট্র।
৪৮ দলের নারী বিশ্বকাপ ১২ গ্রুপের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। তাতে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বাড়বে ১০৪ পর্যন্ত। তখন টুর্নামেন্টের স্থায়িত্বও বাড়বে আরও এক সপ্তাহ।
প্রথম নারী বিশ্বকাপ মাঠে গড়ায় ১৯৯১ সালে। তখন ১২টি দেশ অংশ নিয়েছিল। ১৯৯৯ সালের আসরে দল বেড়ে দাঁড়ায় ১৬। তার পর ২০১৫ সালে ২৪ এবং ২০২৪ সলে সেই সংখ্যা ৩২-এ উন্নীত করা হয়।