আবাহনীকে আটকে দিলো পুলিশ, পাপনকে লাল কার্ড

টানা তিন ম্যাচ জয়হীন আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে পুলিশ এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে আকাশি-নীল জার্সিধারীরা আরও পিছিয়ে পড়েছে।

ময়মনসিংহের শহীদ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শনিবার ড্র করে আবাহনী ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে পিছিয়ে পড়লো ৭ পয়েন্টে। সাদা-কালোরা পরবর্তী দুই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো পেশাদার লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে। 

আবাহনীর ড্রয়ে হতাশা আরও বাড়িয়েছে ম্যাচের শেষ দিকে পাপন সিংয়ের দ্বিতীয় হলুদ কার্ড।

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব।

২৬ মিনিটে ইরফান ফকিরেরপুলকে এগিয়ে নেন। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শান্ত হোসেন। শেষ দিকে হারের ব্যবধান কমান রাজন হাওলাদার।

২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রহমতগঞ্জ। ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ফকিরেরপুল।

বাইলজ অনুযায়ী লিগে দুটি দল অবনমিত হবে। ফকিরেরপুলের আজকের জয়ে রেলিগেশনে পড়েছে চট্টগ্রাম আবাহনী। ১৪ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৩।