এমবাপ্পের হ্যাটট্রিক, সাত গোলের থ্রিলারে রিয়ালকে হারালো বার্সা

চলমান মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের ধারাতেই থাকলো বার্সেলোনা। রবিবার ঘরের মাঠে শুরুতেই তারা দুই গোলে পিছিয়ে পড়েও আরেকবার দারুণ প্রত্যাবর্তনের দৃষ্টান্ত তৈরি করলো। কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করে রোমাঞ্চ জাগালেও শেষ পর্যন্ত রিয়াল এই মৌসুমে বার্সার বিপক্ষে চার ম্যাচ খেলে সবগুলোই হারলো। অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে সাত গোলের থ্রিলারে ৪-৩ এ জিতেছে বার্সা।

এই জয়ে রিয়ালের সঙ্গে সাত পয়েন্টে ব্যবধান বাড়িয়ে লা লিগা শিরোপায় একহাত রাখলো বার্সা। এখনও তিন ম্যাচ বাকি। আর একটি জয় পেলে কাতালানরা ২৮তম স্প্যানিশ লিগ ট্রফি জিতবে। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট তাদের, আর ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল।

এমবাপ্পে জোড়া গোল করে রিয়ালকে ভালো অবস্থানে নেন। দুই গোলের লিড নিয়েও তা ১৫ মিনিটের ঝড়ে ধরে রাখতে পারেনি মাদ্রিদ ক্লাব। ১৫ মিনিটের মধ্যে এরিক গার্সিয়া, লামিনে ইয়ামাল ও রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সা।

লুকাস ভাসকেসের ভুলের খেসারত দিতে হয়েছে রিয়ালকে। তাতে হাফটাইমের আগে বার্সেলোনার ব্যবধান আরও বাড়ান রাফিনহা। ৭০তম মিনিটে হ্যাটট্রিক করেন এমবাপ্পে। কিন্তু গতবারের চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়াতে পারেনি। ফরাসি ফরোয়ার্ড ইনজুরি টাইমে গোল করলেও অফসাইডে বাতিল হয়। ২২তম জন্মদিনে ফারমিন লোপেজ বার্সার পঞ্চম গোল করলেও বিল্ডআপের সময় হ্যান্ডবল হওয়ায় তা বাতিল হয়।

ম্যাচে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করে এক মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলে সর্বোচ্চ ৩৮ গোলের রেকর্ড গড়েন। ১৯৯২-৯৩ মৌসুমে ইভান জারোনামোর ৩৭ গোলের কীর্তিকে পেছনে ফেলেন তিনি। ম্যাচ শেষে তার গোলসংখ্যা ৩৯।

জয় উৎসব বার্সার

এছাড়া বার্সা এক মৌসুমে রিয়ালের বিপক্ষে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড গড়লো। এর আগে ১৯২৯-৩০ মৌসুমে এস্পানিওল ও ২০১১-১২ মৌসুমে কাতালানরা ১৩ গোল করে এই রেকর্ড দখলে রেখেছিল।

ম্যাচের তৃতীয় মিনিটে বার্সা কিপার উসচেখ শেসনি বক্সের মধ্যে ফাউল করেন এমবাপ্পেকে। পেনাল্টি পেয়ে গোলমুখ খুলতে ভুল করেননি তিনি। বাঁ পাশের পোস্ট দিয়ে জাল কাঁপান।

১৪ মিনিটে ফাস্ট ব্রেক থেকে বল পেয়ে ভিনিসিয়ুস জুনিয়র বাঁ দিক থেকে বল পেয়ে একাই টেনে নিয়ে বক্সের ভেতর ঢুকে ডানপায়ের শটে ২-০ করেন এমবাপ্পে।

পাঁচ মিনিট পর বক্সের বাইরে থেকে জেরার্ড মার্টিনের শট উড়ন্ত সেভে বার্সাকে হতাশ করে বাইরে বল পাঠান রিয়াল কিপার থিবো কোর্তোয়া। ওই কর্নার থেকে ফেরান তোরেসের হেড পাসে গার্সিয়া ব্যবধান কমান।

আধঘণ্টা পার হতেই বার্সা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। তিন মিনিটের মধ্যে দুই গোল করে লিড নেয় তারা। ৩২তম মিনিটে তোরেসের পাসে বক্সের ডান পাশ থেকে বাঁ পায়ের শটে সমতা ফেরান ইয়ামাল। পেদ্রির অ্যাসিস্টে বক্সের সেন্টার থেকে স্কোর ৩-২ করেন রাফিনহা। ব্রাজিলিয়ান তারকা দলের চতুর্থ গোল করেন ৪৫তম মিনিটে, এবারও গোল বানিয়ে দেন তোরেস।

দুই গোলে এগিয়ে থেকেও হারলো রিয়াল

৫২তম মিনিটে ইয়ামালের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। চার মিনিট পর দারুণ সেভে এমবাপ্পেকে রুখে দেন শেসনি।

৭০তম মিনিটে লুকা মদরিচের চমৎকার পাসে ভিনিসিয়ুসের বাড়ানো বলে এমবাপ্পে হ্যাটট্রিক করে ম্যাচে ফেরার আভাস দেন। ২০ বছরেরও বেশি সময় পর ক্লাসিকোতে মাদ্রিদের কেউ হ্যাটট্রিক করলো। ৫ মিনিট পর ইয়ামাল গোলমুখের সামনে বল দিলেও রাফিনহা ক্রসবারের ওপর দিয়ে মারেন।

যোগ করা সময়ে মদরিচের কর্নার থেকে এমবাপ্পে ব্যাক হিলে জাল কাঁপালেও অফসাইডে গোল বাতিল হয়। স্টপেজ টাইমে গোল করে হতাশ হতে হয়েছে বার্সাকেও। লোপেজের গোল বাতিল হয় হ্যান্ডবলের কারণে।