ঘরোয়া ফুটবলে একসময়ে শীর্ষ লিগে খেলতো পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। অনেক খেলোয়াড়ও উঠে এসেছে এই অফিস দলের মাধ্যমে। অনেক বছর হয়েছে তাদের আর শীর্ষ লিগে খেলা হয় না। এবার নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে আবারও দেখা যাবে দেশের এই সরকারি সংস্থাকে (গণপূর্ত অধিদপ্তর)।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে লিটল ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়ে ২৯ বছর পর প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে পিডব্লিউডি। সবশেষ তারা দেশের ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলেছিল ১৯৯৬ সালে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। সেখান থেকে শীর্ষ দুটি দল প্রিমিয়ারে যাবে। গতকালের জয়ের পর পিডব্লিউডির পয়েন্ট ১৫ ম্যাচে ৩৭। সমান ম্যাচে আরামবাগের ৩৩ ও সিটি ক্লাবের ২৭ পয়েন্ট। লিগে ম্যাচ বাকি রয়েছে তিনটি। শেষ তিন ম্যাচ হারলেও পিডব্লিউডির দ্বিতীয় স্থান নিশ্চিত থাকছে। ফলে দলটির প্রিমিয়ারে খেলা নিশ্চিত।
এই প্রসঙ্গে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের ম্যানেজার ও সংস্থাটির উপ বিভাগীয় প্রকৌশলী ইফতেখার সাদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা গতবার দীর্ঘ সময় টেবিলের শীর্ষে ছিলাম, এরপরও প্রিমিয়ার খেলতে পারিনি। এবার চ্যাম্পিয়ন এখনও নিশ্চিত না হলেও প্রিমিয়ার নিশ্চিত হয়েছে।’
১৯৯৬ সালে শীর্ষ লিগ থেকে অবনমন হয় পিডব্লিউডি ক্লাবের। এবার শীর্ষ লিগে এসে খুশি দলটির কোচ আনোয়ার হোসেন, ‘আমরা মাঠের পারফরম্যান্স দিয়ে এই পর্যন্ত এসেছি। আমরা পাতানো ম্যাচ না খেলেই প্রিমিয়ার লিগে এসেছি। অনেকে আকার ইঙ্গিতে বললেও তাতে সায় দেইনি। কর্মকর্তারাও ছিল সতর্ক। তারাও চাইতো যেন ভালো খেলে আমাদের উন্নতি হয়।’