চিলিকে হারালো আর্জেন্টিনা

২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত খেলায় শুরুতেই পিছিয়ে পড়ে মেসির দল। ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক চিলি। কর্নার থেকে দারুণ হেডে গোল করেন ফেলিপে গুতিয়েরেস।
অবশ্য সমতা ফেরাতেও দেরি করেনি আর্জেন্টিনা। ২০ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নেওয়া বাঁকানো শটে ক্লওদিও ব্রাভোকে পরাস্ত করেন পিএসজির তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া।
পাঁচ মিনিট পর ডি-বক্সের ভেতর থেকে মেসির সহায়তায় বল পেয়ে গোল করেন গাব্রিয়েল মেরকাদো। তবে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল চিলি। আক্রমণ করলেও আর্জেন্টিনার গোল মুখ উন্মুক্ত করতে পারেনি।

উল্লেখ্য, বাছাই পর্বে শুরুটা বাজে করলেও টানা দ্বিতীয় জয় পেল আর্জেন্টিনা। শুরুতেই ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হারে তারা। পরে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য এবং ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এরপরেই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নেয় আর্জেন্টিনা। বর্তমানে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দলটি।

/এফআইআর/